ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে কটুক্তিতে বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-06-2022

ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে কটুক্তিতে  বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর দুই নেতার অবমাননাকর কটুক্তিতে মন্তব্যে ফুসছে মুসলিম বিশ্ব। সৌদী আরব,কুয়েত, ইয়েমেন,কাতার সহ প্রায় সব দেশ এর কঠোর প্রতিবাদ জানিয়েছে। অনেক দেশ সে দেশে থাকা রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানিয়েছে। অনেক দেশের ব্যাবসায়ীরা ভারতের পন্য বর্জন ও সেদেশের হিন্দু কর্মচারীদেরও বহিস্কারের ঘোষনা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে প্রচন্ড চাপে এখন ভারতীয় সরকার। 

এদিকে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে বলা হয়,

‘মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুইজন নেতা যে অবমাননাকর মন্তব্য করেছেন তা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। বিজেপি নেতা নুপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদমূখর এখন সারা বিশ্বের মুসলমানরা।

ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (সঃ) এবং তাঁর স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে নুপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দৃষ্টিগোচর হয়েছে।

অন্যের বিশ্বাস  ও ধর্মকে আঘাত করে নুপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল। তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরুপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’


বিবৃতিতে আরো বলা হয়,‘তবে দলের মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিস্কার করায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ^াস করে-উভয় দেশের জনগণের মধ্যে সুপ্রাচীনকাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরের মতোই অক্ষুন্ন থাকবে।’ 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)