বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-06-2022

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর

প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির কাঙ্খিত নির্বাচন হতে পারে আগামী ১৮ সেপ্টেম্বর। বিভিন্ন সূত্র এই তারিখ নিশ্চিত করেছেন। মামলার গ্যাড়াকল এবং করোনার কারণে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত করা হয়েছিলো। করোনার আগে নির্বাচনের ঠিক দুই দিন আগে মামলা করেন নয়ন- আলী প্যানেলের দুই জন সদস্য প্রার্থী। এই দুই জন হলেন জে চৌধুরী এবং আকবর আলী। তারা তাদের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। শেষ পর্যন্ত আদালতে তারা তাদের চ্যালেঞ্জের যৌক্তিকতা প্রমাণ করতে ব্যর্থ হন। এরপরই শুরু হয় মরণঘাতি করোনা। করোনার কারণে আবারো বাংলাদেশ সোসাইটির কাঙ্খিত নির্বাচন বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন আবারো নির্বাচনের তারিখ ঘোষণা করে। আবারো সেই মামলা। এবার মামলা করলেন নীরা এস নীরু। তার মামলার কারণে আবারো নির্বাচন বন্ধ। মামলাটি এখনো আদালতে। বার বার মোশন করা হচ্ছে। আবার মোশন ডিনাই হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন কমিশনের যৌথ সভা গত ২৫ মে সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সভায় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। সেই সম্ভাব্য তারিখ ছিলো ২৬ জুলাই বা ২ আগস্ট। এই তারিখ ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মঙ্গলবারে কেন নির্বাচন- তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

এদিকে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ মধ্য সেপ্টেম্বর। আমরা সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করবো।

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রহিম হাওলাদার বলেন, ২৬ জুলাই এবং ২ আগস্টের তারিখ পরিবর্তন হবে। সেপ্টেম্বরের দিকে নির্বাচন হতে পারে। আরেকটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর রোববার।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)