মেমোরিয়াল ডে’তে সোলজার্স মনুমেন্টে বাঙালিদের প্রথম শ্রদ্ধাজ্ঞাপনে তিনবাংলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 09-06-2022

মেমোরিয়াল ডে’তে সোলজার্স মনুমেন্টে বাঙালিদের প্রথম শ্রদ্ধাজ্ঞাপনে তিনবাংলা

আমেরিকায় ১৫৪তম ‘মেমোরিয়াল ডে’ পালিত হলো ৩০ মে। প্রয়াত সাহসী সৈনিকদের সম্মানে নিবেদিত দিন এটি। ১৯৭৬-এ নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় ‘সোলজার্স অ্যান্ড সেইলরস মনুমেন্ট’। হাডসন নদীর তীরে ওয়েস্ট ৮৯ স্ট্রিটের পার্কে এই স্মৃতিসৌধ। মেমোরিয়াল ডে’তে এখানেই চলে আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পণ। এবারে ‘তিনবাংলা’ সংগঠন বাঙালিদের পে প্রথম শ্রদ্ধা জানিয়েছে। 

তিনবাংলা’র গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী শ্রদ্ধাপর্বে নেতৃত্ব দেন। ‘গেস্ট অব অনার’ ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারোয়ার হাসান। আয়োজনে সংপ্তি বক্তব্য রাখেন তিন কৃতবিদ্য সংগঠক। তিনবাংলা ইউএসএ’র প্রেসিডিয়াম সদস্য অধ্য আজিজুল হক। যুগ্ম সম্পাদক প্রকৌশলী সৈয়দ ফজলুর রহমান। ‘ড্রিম ফাউন্ডেশন’ সভাপতি আলী হোসেন প্রমুখ।

ডা. সারোয়ার হাসান আবেগপ্রবণ বক্তব্যে বলেন ‘মেমোরিয়ায়ল ডে’ উৎসবের দিন নয়। বিশ্বযুদ্ধ-গৃহযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শোক প্রকাশই উদ্দেশ্য। এদিন ‘হ্যাপি মেমোরিয়াল ডে' বলাও অনৈতিক কাজ। তিনি বলেন, ৪৫ বছর আমেরিকায় আছি। কিন্তু নিউইয়র্কের এই স্মৃতিসৌধের কথা জানা ছিলো না। তিনবাংলা-প্রধান কবি সালেম সুলেরীকে এজন্যে বিশেষ ধন্যবাদ।

গেøাবাল সভাপতি সালেম সুলেরী বলেন, আমরা আজ ধন্য। আমেরিকায় বসবাসকারী বাঙালি হিসেবে নৈতিক দায়িত্ব পালনে ব্রতী হয়েছি। শ্রদ্ধা জানানোর মাধ্যমে ইতিহাসে বাঙালি কমিউনিটি সম্মানিত হলো।

সন্ধ্যায় ‘মেমোরিয়াল ডে’ বিষয়ে তিনবাংলা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএসএ কমিটির সভাপতি নার্গিস আহমেদ। প্রধান আলোচক ছিলেন প্রেসিডিয়াম সদস্য আজিজুল হক। আগামী বছর ঘটা করে ‘মেমোরিয়াল ডে’ পালনের সিদ্ধান্ত হয়। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)