আত্মপ্রবঞ্চনার জাল


এম ইদ্রিস আলী , আপডেট করা হয়েছে : 12-06-2022

আত্মপ্রবঞ্চনার জাল

আমি এক মহা-আত্মপ্রবঞ্চনার জালে আবদ্ধ

নিরাপদ পদচারণায় স্বার্থপতার বিষাক্ত থাবা

কোমল ভাবনার মাঝে ঐশ্বর্যের আঁধার

মনুষ্যত্বের গরিয়ান পচে যাওয়ার উৎকট গন্ধ। 

টিকে থাকার অদম্য উৎসাহে ব্যক্তিত্বের কোরবান

আপস-মীমাংসার কাছে সীমাহীন আত্মসমর্পণ 

প্রাচুর্যতা আর ক্ষমতার কর্ণধারদের নিয়ত পুঁজি

চোগলখোরের প্রশংসায় জলাঞ্জলি মানসম্মান। 

অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার উজ্জ্বলতা চাই

পুণ্যের আশায় পাপের পঙ্কিলতায় গা ভাসাই

নাটকের কাপুরুষ ভিলেনেরে ভালোবাসি সদা 

প্রবচক গিরগিটির মতো নিত্য রঙ বদলাই। 

ভালোবাসার মানুষটির প্রতি অবজ্ঞার প্রতিদান

শহরের নর্দমায় ভাসে চুম্বন উপহার

অকবিরে কবি বলি-কবিতার সাথে অবিচার

ঘৃণীত প্রতারক নেতার গলায় পুষ্পমালা দান। 

আত্মচেতনার উপলব্ধিতে বন্ধ বিশ্বাসের দ্বার

আরাধ্য পবিত্র মুক্তায় দেখি পরকীয়ার নিঃশ্বাস

স্বার্থপরতার কুঠারে ভেঙেছে কোমল বিশ্বাস 

মাকাল ফলেতে খুঁজি আমি মিষ্টতা দ্রাক্ষার

শার্ল বোদলেয়ারের ‘মধ্যরাতের পরীক্ষা’র মতো

আমি সময়ের আর্বতে দেখি অতল অন্ধকার।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)