কাতার বিশ্বকাপ কর্নফার্ম অস্ট্রেলিয়ার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 14-06-2022

কাতার বিশ্বকাপ কর্নফার্ম অস্ট্রেলিয়ার

উৎসবে যেন মেতে উঠেছিল অজিরা। উঠবেই না কেন। কাতার বিশ্বকাপের টিকিটটা যে তারা কর্নফার্ম করে ফেলেছে রুদ্ধশ্বাস এক ম্যাচে। কাতারের আল রায়ানে আহমাদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্টিত গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আন্তঃ মহাদেশীয় প্লে-অফে শক্তিশালী পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে অস্ট্রেলিয়া ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত ও অতিরিক্ত সময় খেলাটি গোলশুন্য থাকার পর টাইব্রেকারে নির্ধারন হয় ফলাফল। 

এতে করে ৩১ তম দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলবে অজিরা। গ্রুপ ‘ডি’ তে ফ্রান্স,ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। 

৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপে নাম লেখাল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেল অস্ট্রেলিয়া। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)