সাংবাদিক ও লেখক জাহিরুল আলম আর নেই


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 31-03-2022

সাংবাদিক ও লেখক জাহিরুল আলম আর নেই

স্বনামধন্য আইনজীবি, সাংবাদিক ও লেখক জাহিরুল আলম (৮০) আর নেই। গত শুক্রবার (২৫শে মার্চ) বিকালে নিউইয়র্কের নিউয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। তিনি ৩ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা দণি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

জাহিরুল আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আজীবন সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে কলম হাতে যুদ্ধ করেছেন স্বাধীনতার পক্ষে তিনি তত্কালিন মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রকাশিত গ্রেনেড পত্রিকার সম্পাদক ছিলেন। তত্কালিন বাংলাদেশ পিপল্ পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। মার্শাল ল’ উপো করে বারে বারে স্বাধীনতার পে লেখার জন্যও ছিলেন তিনি বিখ্যাত। জাহিরুল আলমের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৮। তারমধ্যে ইসলামিক বই, আইনের উপর বই, প্রবন্ধ রচনা উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন নর্থ আমেরিকা নিউইয়র্কের নির্বাহী সদস্য ডা. নাজমুল আলমের পিতা। মরহুমের পরিবারের প থেকে তার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়ার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)