সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঙ্কিপক্সের পরীা বৃদ্ধির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-06-2022

সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঙ্কিপক্সের পরীা বৃদ্ধির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা, এখন তাদের কাছে যে অল্প কিছু জনস্বাস্থ্য পরীাগার রয়েছে, তার বাইরে মাঙ্কিপক্সের পরীার সমতা বৃদ্ধির চেষ্টা করছেন। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের পরামর্শে এমন করা হচ্ছে। ওই বিশেষজ্ঞরা বলছেন যে, এই ভাইরাস শনাক্ত করার পরীা, নিয়মিত স্বাস্থ্যসেবার আওতাভুক্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর পরিচালক, ড. রোশেল ওয়ালেন্সকি, ১০ জুন এক টেলিফোন সম্মেলনে জানান, পরীার সমতা বাড়াতে তার সংস্থাটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) এবং কিছু বাণিজ্যিক পরীাগারের সাথে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের অনুরোধে সিডিসি কোন সাড়া দেয়নি।

বর্তমানে, ৬৯টি জনস্বাস্থ্য পরীাগারের নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের প্রাথমিক পরীা সম্পন্ন করা হয়। ওই পরীাগারগুলো তাদের ফলাফল নিশ্চিত করতে সিডিসিতে পাঠায়। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে, মাঙ্কিপক্সের ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। আফ্রিকার বাইরে, বেশিরভাগ সংক্রমণই ইউরোপে হয়েছে। রোগটি আফ্রিকার একটি স্থানীয় রোগ।

যুক্তরাষ্ট্র, মাঙ্কিপক্স সন্দেহে প্রায় ৩০০ জনকে পরীা করেছে। গত সপ্তাহে এই ভাইরাসের পরীা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে পরীার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে।

বাণিজ্যিক গবেষণাগারগুলোতে পরীা চালানোর জন্য, তাদের মাঙ্কিপক্সের নমুনা পেতে হবে, যাতে তারা পরীার ফলাফল যাচাই করতে পারে। এছাড়াও এফডিএ থেকে নিয়ন্ত্রক নির্দেশিকা এবং সিএমএস থেকে বাণিজ্যিক বিলিং কোড এরও প্রয়োজন পড়বে। কোভিড-১৯ প্রতিক্রিয়া বিষয়ক হোয়াইট হাউসের এক সাবেক ঊর্ধ্বতন উপদেষ্টা, টম ইঙ্গেলসবি এসব তথ্য জানান। শনাক্ত হওয়া ১৭ জন রোগীর বিষয়ে গত সপ্তাহে সিডিসি কর্তৃক প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে বলা হয় যে, বেশিরভাগ রোগীই পুরুষ, যারা অন্য পুরুষদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)