বিশ্বব্যাপী তেলের ওপর নির্ভরতা কমাতে উলঙ্গ হয়ে প্রতিবাদ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-06-2022

বিশ্বব্যাপী তেলের ওপর নির্ভরতা কমাতে উলঙ্গ হয়ে প্রতিবাদ

বিশ্বব্যাপী তেলের ওপর নির্ভরতা কমাতে নারী-পুরুষ উলঙ্গ হয়ে প্রতিবাদ করেছে। গত ১১ জুন লন্ডনের রাজপথে ব্রিটেনবাসী ব্যতিক্রমী এই প্রতিবাদ প্রত্যক্ষ করেছে। এদিন বিশ্বজুড়ে তেলের ওপর নির্ভরতা কমতে রাস্তায় নেমে আসে হাজার হাজার উলঙ্গ নারী-পুরুষ। ‘ওয়ার্ল্ড ন্যাকেড বাইক রাইডের’ অংশ হিসেবে এবারের এই বার্ষিক আয়োজনে যোগ দেয় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। এদিন প্রচণ্ড রোদ উপেক্ষা করে প্রতিবাদী নারী-পুরুষ নেমে পড়েন রাজধানী লন্ডনের বিভিন্ন রাস্তায়। আগে থেকেই প্রতিবাদের জন্য নির্ধারণ করা হয়েছিল ৯টি রুট। এসব রুটে নগ্ন নরনারীর ঢল নামে। সকাল ১১টায় এর উদ্বোধন হয় ক্রাইডনে এবং ভিক্টোরিয়া পার্কে। বাইসাইকেল নিয়ে প্রতিবাদে অংশ নেয়া প্রতিবাদকারীরা ছিলেন বিবস্ত্র।

তেলের ওপর নির্ভরতার প্রতিবাদে এই র‌্যালিতে কে তাদের দিকে কিভাবে তাকাচ্ছে তা দেখার যেন সুযোগই নেই। তারা অবলীলায় ছুটে চলেছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। এবারের ইভেন্টে ল্য নির্ধারণ করা হয়েছে তিনদফা। এক হলো, গাড়ি ব্যবহারের সংস্কৃতি কমিয়ে আনতে বিশ্বজুড়ে তেলের ব্যবহারের বিরোধিতা। দ্বিতীয় হলো, নিজের শরীরকে ইতিবাচকভাবে সেলিব্রেট করা এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করা। আর তৃতীয় হলো, সাইকেল চালকদের বাস্তব অধিকার সুরতি রাখা।

লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয় এই কর্মসূচি। এ সময় উন্মুক্ত শরীরের নারী ও পুরুষ রাইডার সাইকেল চালিয়ে ক্রাইডনে গিয়ে মিলিত হন। সেখানে তারা আবার পোশাক পরেন। তবে তার আগে র‌্যালিতে অংশ নিয়ে শরীর দেখাতে মোটেও কার্পণ্য করেননি অংশগ্রহণকারীরা। সৃষ্টিকর্তা তাদেরকে যা দিয়েছেন তা নিঃসঙ্কোচে প্রকাশ করেছেন। এ েেত্র কেউ কেউ তাদের শরীরে পেইন্ট ব্যবহার করেছেন। কেউবা তাদের উন্মুক্ত শরীরের ওপর লিখেছেন নানা স্লোগান। এর মধ্যে সবচেয়ে বয়সী একজন ভদ্রলোককে পাওয়া যায়। তিনি তার শরীরের নিচের অংশে সবুজ পেইন্ট ব্যবহার করেন। আর মাথার দু’পাশে ব্যবহার করেন এলিয়েন বা ভিনগ্রহের আগন্তুকের মতো দুটি কৃত্রিম কান। ক্ষেত্রে নারীরাও পিছিয়ে নেই, তাদের একটি গ্রুপের স্লোগান ‘বাটস অন বাইকস, ব্যাডঅ্যাস’। এসব স্লোগান তাদের নগ্নশরীরে পেইন্ট দিয়ে লেখা হয়েছে। একজন নারী তো তার শরীরে পেইন্ট ব্যবহার করেছেন বিভিন্ন উপায়ে। তার শরীরের বযুগলে এঁকেছেন বৃত্ত। নাভীর চারদিকে ব্যবহার করেছেন পেইন্ট, যাতে তা আরো দৃশ্যমান হয়। ওয়ার্ল্ড ন্যাকেড বাইক রাইড আসলে বৈশ্বিক একটি আন্দোলন, যা বিভিন্ন দেশে বিভিন্ন শহরে পালিত হচ্ছে। তবে লন্ডনের কথা উল্লেখ করে তারা তাদের ওয়েবসাইটে লিখেছে, লন্ডনে আমাদের সমস্যা শুধু মোটরচালিত যানবাচন নয়। একইসঙ্গে প্রাইভেট কারও।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)