সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে আগুন


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 17-06-2022

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে আগুন

নারায়নগঞ্জের ইপিজেডে আগুনের লেলিহান শিখা। সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি কারখানার পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে ওই ভয়াবহ আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার সকালের ওই আগুন নিয়ন্ত্রনে ফায়ারসার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।  ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডের ভেতরে চালু সব ফ্যাক্টরি বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কারন সংবাদকর্মীদের ইপিজেডের ভেতরে যাবার অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ এসেছে। 

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 

দুপুর ১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। পরবর্তিতে গ্যাস লাইন অফ করে দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। জানা গেছে আগুনের উৎপত্তিস্থল থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন অতিনিকটে। ফায়ার সার্ভিস সাংবাদিকদের জানিয়েছে, ইপিজেডের ভেতরে গ্যাসের পাইপলাইন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।


স্থানীয় একটি সুত্রে জানা গেছে ইপিজেডের একটি খালি প্লটে পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইনে আঘাত লাগে ও ফেটে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি।  পাইলিং মেশিনটি মাটির ৩০-৪০ ফুট গভীরে চলে যায়। গ্যাসের লাইনের আগুন অনেক উঁচু হয়ে জ্বলতে থাকে। শুক্রবার হওয়ায় আজ ইপিজেডের বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ। অল্প কিছু প্রতিষ্ঠানে ওভার টাইম চলছে। তাদেরও ছুটি দিয়ে দেয়া হয়েছে। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)