বাফেলোতে বাংলাদেশি আবেদিনের এক বছরের জেল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-06-2022

বাফেলোতে বাংলাদেশি আবেদিনের এক বছরের জেল

নিউইয়র্কের বাফেলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেয়া ও পাবলিক হেলথ নিয়ম অমান্য করায় বাড়ির মালিক বাংলাদেশি মোহাম্মদ আবেদিনের এক বছর কারাদণ্ড দেয়া হলো।

৫৪ বছর বয়স্ক আবেদিন বাফেলো সিটি কোর্টে পাবলিক হেলথ অমান্য করার কথা স্বীকার করেন। ২০১৯ সালে তার বাড়িতে লিড পয়জন পাওয়া যায়। এটা জানার পরও তিনি বাড়িটি ভাড়া দিয়ে আসছিলেন। এরি কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট বারবার এ ব্যাপারে তাকে নোটিশ করলেও তিনি তোয়াক্কা করেননি। ২০১৯ সালে হেলথ ডিপার্টমেন্ট তার বাসায় অবস্থানরত এক শিশুর রক্তে লিড পায়।

তারা বাড়ির মালিকের সাথে লেড দূর করতে এগিয়ে আসে। কিন্তু তারা মোহাম্মদ আবেদিনের কাছ থেকে সাড়া পায়নি। তারা বাড়িতে ‘ডডু নট অকুপাই’ নোটিশ টানিয়ে দেয়। কিন্তু আবেদিন তা তুলে ফেলেন।

বাড়িটি ভাড়া দেয়া অব্যাহত রাখেন। হেলথ ডিপার্টমেন্ট আবারো নোটিশ লাগায়। নির্দেশ না মানায় শেষ পর্যন্ত কাউন্টির পক্ষ থেকেই তার বিরুদ্ধে পাবলিক হেলথ আইন অমান্য করায় মামলা দায়ের করে। আদালতে আবেদিন সকল দোষ স্বীকার করে। আগামী ১০ আগস্ট থেকে তিনি ১ বছরের জন্য জেল সাজা ভোগ করতে শুরু করবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)