সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা অবনতিতে মির্জা ফখরুলের উদ্বেগ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 17-06-2022

সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা অবনতিতে মির্জা ফখরুলের উদ্বেগ


সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেণ,

“সিলেটের সুনামগঞ্জ এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, কুড়িগ্রাম সহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে যাওয়ায় আমি উদ্বেগ প্রকাশ করছি। 

বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত অসহায় মানুষদের প্রতি আমি জানাচ্ছি গভীর সহমর্মিতা। ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। 

নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দূুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোন জরুরী তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোন দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করে। 

আমি অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ দেশের যে সকল অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেই সব এলাকায় জরুরী ভিত্তিতে সরকারী ত্রাণসামগ্রী পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি। 

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মী সহ স্বচ্ছল ও বিত্তবান মানুষকেও দ্রুততার সাথে দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহবান জানাচ্ছি।”



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)