নির্বাচন কমিশনের মতবিনিময়ে অংশ নেবেনা জেএসডি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 20-06-2022

নির্বাচন কমিশনের মতবিনিময়ে অংশ নেবেনা জেএসডি

নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় জেএসডি অংশ নেবে না। আজ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়। পার্টির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়। এতে বলা হয় ইভিএম এ কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা এবং এ মেশিন আরো উন্নত করা যায় কিনা সে বিষয়ে ২১ জুন রাজনৈতিক দলের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেএসডিকে আমন্ত্রণ জানানো হয়।

এব্যাপারে দলটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয় নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজন মনে করে বিধায় জেএসডি অংশগ্রহণ করবে না।

বিবৃতিতে আরো বলা হয়,জেএসডি মনে করে নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন দাবি রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে উত্থাপন করা হয়নি । ইভিএম মেশিন নির্বাচনে জনগণের অভিপ্রায় প্রকাশের অন্তরায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাঁধা। জনগণ বিশ্বাস করে ইভিএম সরকারের ক্ষমতা ধরে রাখার 'ডিজিটাল কারচুপির' নির্ভরযোগ্য মেশিন।

বিশ্বে প্রযুক্তির অধিকারী বিভিন্ন দেশ, যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ও মালযয়েশিয়াসহ বহু দেশ যেখানে ইভিএম বর্জন করছে সেখানে প্রযুক্তিগত দিক থেকে পেছনে পড়া বাংলাদেশ ইভিএম ব্যবহারের দিকে এগোচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না এবং জনগণ এই চাপিযয়ে দেয়ার সিদ্ধান্ত মেনেও নেবে না।


 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)