আজ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-06-2022

আজ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ঐতিহাসিক ২৩ জুন। আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি বরাবরই ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। দলটি পা রাখছে ৭৪ বছরে। 

১৯৪৯ সালের এ দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ। দলের নামের সঙ্গে মুসলিম না নিয়ে পরবর্তিতে আপত্তি ওঠে। পরে ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। সে সময়ে দলটির সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।  সাধারণ সম্পাদক শামসুল হক। শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)