নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি মুহিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-07-2022

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি মুহিত

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে পেশাদার ক‚টনীতিক মোহাম্মাদ আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। জাতিসংঘে আন্ডার সেক্রেটারি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন মুহিত। গত ২০ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, ১১তম ব্যাচের কর্মকর্তা আবদুল মুহিত বর্তমানে অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তার আগে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে আসা আবদুল মুহিত তার দীর্ঘ কর্মজীবনে রোম, কুয়েত, দোহা, ওয়াশিংটন ডিসি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। এমএ মুহিত অস্ট্রিয়ায় (আবাসিক) এবং হাঙ্গেরি, স্লোেভেনিয়া এবং স্লোভাকিয়ার (অনাবাসিক) দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভিয়েনাস্থ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার আগে মুহিতের হাত দিয়েই যাত্রা শুরু হয় ডেনমার্কের বাংলাদেশ মিশন। মুহিত প্রায় ৬ বছর নিউইয়র্কে অ্যাসাইনমেন্ট করেছেন। তারও আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকাস অনুবিভাগসহ ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষার ওপরে ডিপ্লোমা করেন।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)