বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সোসাইটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-07-2022

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সোসাইটি

সিলেটসহ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কে বাংলাদেশিদের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটি। গত ২২ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথচারি ও ব্যবসায়ীদের থেকে সাহায্য তুলেছে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম এ আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্য মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, শিা সম্পাদক আহসান হাবিবসহ কমিউনিটির নেতৃবৃন্দ সাহায্য আদায়ে অংশ নেন। 

সংক্ষিপ্ত বক্তব্যে এম এ আজিজ বলেন, দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই যার যার সাধ্য অনুযায়ী সবাই সহায়তা করুন। ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বলেন, এক বেলার চা কফি কম খেয়েও আমরা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভ‚মি। জন্মভ‚মির বিপদে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যে কারণে আমরা অর্থ সংগ্রহ করছি।

কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা। করোনার সময় আমরা সাহায্য করেছি, এখন বাংলাদেশে বন্যা, তাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।

আদায়কৃত অর্থ যথাযথভাবে দেশের অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানান।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)