কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন


রাজীব আহসান, কানাডা থেকে , আপডেট করা হয়েছে : 02-04-2022

কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন

কয়েক বছরের ধারবাহিকতায় এবারো বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উড়েছে। ব্রাম্পটন বাংলাদেশি কমিউনিটি সার্ভিসের (বিবিসিএস) আয়োজনে এ পাতাকা উত্তোলন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিটি অব ব্রাম্পটন। শীতের কনকনে ঠান্ডা, বরফ শীতল বৃষ্টি উপো করে ব্রাম্পটন ও আশপাশের শহরের প্রায় দুই শতাধিক বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি অব ব্রাম্পটনের মেয়র পেট্রিক ব্রাউন। সাথে ছিলেন ডেপুটি মেয়র প্যাট ফরটিনি, কাউন্সিলর গুরপ্রিত ডিলন। অন্যদের মধ্যে কানাডা সরকারের মন্ত্রী এবং লিবারেল পার্টির এমপি কমল খেরা, এমপি সোনিয়া সিধু, এমপি রুবী সোহাতা এবং ওন্টারিও পার্লামেন্টের বিরোধীদলীয় ডেপুটি লিডার এমপি পি সারা সিং এ সময় উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন শেষে মেয়র ব্রাউন তার শহরে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের কথা উচ্ছ¡সিতভাবে উল্লেখ করেন। বাংলাদেশি খাবার এবং সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি ও তার সিটি সবসময় বাংলাদেশিদের পাশে থাকতে গর্ববোধ করবে। 

বিবিসিএসের প থেকে আমন্ত্রিত সব অতিথিদের বাংলাদেশের পতাকার ডিজাইন করা স্কার্ফ উপহার দেয়া হয়; যা পেয়ে তারা উচ্ছ¡সিত হয়ে আগ্রহ নিয়ে পরিধান করেন। বিদেশের মাটিতে নিজের শহরে বাংলাদেশের পতাকা উড়তে দেখা সব বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। 

উল্লেখ্য, কানাডার ওন্টারিও প্রদেশের গ্রেটার টরোন্ট এলাকার ব্রাম্পটন শহরে বিশাল সংখ্যক বাংলাদেশি অধিবাসীদের বসবাস।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)