বৃষ্টি জয়ী হলো ডোমিনিকায়


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 03-07-2022

বৃষ্টি জয়ী হলো ডোমিনিকায়

ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ দেশ ডোমিনিকায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টিতে  মাঝপথে পন্ড হয়েছে। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে সীমিত ম্যাচটির ১৩ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ১০৫/৮।  খেলা হলে কি হতো আগাম বলা সুবিবেচনা প্রসূত না। কিন্তু নির্ধারিত কাট অফ সময়ে খেলা পরিত্যক্ত  ঘোষণার পর  আরো উজ্জ্বল সূর্যের আলোয় উদ্ভাসিত হয়েছিল দিগন্ত। কাল একই সময় একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি -২০ ম্যাচ।

টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের পর বাংলাদেশ দল উত্তাল আটলান্টিক মহাসাগরে ফেরিতে চড়ে এন্টিগা থেকে ডোমিনিকা গিয়েছিলো। সাগর যাত্রায় অনভ্যস্থ থাকায়, বাংলাদেশ স্কোয়াডের কিছু খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ার ঘটনা চর্বিত চর্বন হয়েছে। সেই প্রসঙ্গে যাবো না। একই ফেরিতে করে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড , ধারাভাষ্যকার ,ম্যাচ অফিসিয়ালস ভ্রমণ করেছে। সাগর যাত্রায় কিছু বিষয় পালন করতে হয় , সেগুলো অবশ্যই সবাইকে স্মরণ করানো হয়েছিল। আর দ্বিপাক্ষিক সিরিজে অতিথি দলের সম্মতি নিয়ে যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে স্বাগতিক বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ১৩ টি  স্বাধীন দেশ এবং ১৮ টি ডিপেন্ডেন্সির সমাহার। শুধু ক্রিকেট খেলে সমন্বিত ভাবে। আন্ত দেশীয় যাতায়াত বিশেষত বিমান সংযোগ খুব একটা উন্নত নয়। আর করোনা কালে বিমান যাতায়াত আরো সীমিত হয়েছে। এমিনিতে সাগরে ফেরিতে ভ্রমন নিঃসন্দেহে ভিন্ন ধরণের প্রমোদ। এখানে বিসিবিকে দায়ী করার খুব সুযোগ নেই। 

যা হোক, আকাশ মেঘে ঢাকা থাকায় এবং বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। ম্যাচটি ১৪ ওভারে সীমিত হলে নিকোলাস পুরান টস জয় করে অতিথি দলকে ব্যাটিং করার আমন্ত্রণ করে। দেখার বিষয় ছিল দীর্ঘ দিন পর খেলতে নেমে অভিজ্ঞ ব্যাটার এনামুল হক বিজয়, নবীন মুনিম শাহরিয়ারকে নিয়ে উড়ন্ত সূচনা দিতে পারে কি-না। প্রথম ওভারে আকিল হোসেন ফিরিয়ে দিলো মুনিমকে। দ্বিতীয় উইকেট জুটিতে উড়ছিল বিজয় সাকিব দুরন্ত গতিতে। ৩ ওভারেই যুক্ত হয়েছিল ৩৪ রান। বিজয় চমৎকর শুরু করেও প্রসারিত করতে পারলো না ইনিংস। ১০ বলে ৩ চারে ১৮ রান করে ওবেদ  মাকোয়ের বলে লেগবিফোর হয়ে ফিরে গেলে ছেদ পড়লো জুটির। সাকিব ছিল আপন ছন্দে , কিন্তু লিটন স্থায়ী হলো না। সাকিব নিজেও ১৫ বলে দুটি চার দুটি ছয়ে ২৯ রানের সাজানো ইনিংস খেলে উইকেট ছুড়ে আসলে, ছন্দ পতন হলো বাংলাদেশ ইনিংসের। বৃষ্টি বাঁধায় ইনিংস বিঘ্নিত  হবার পর, শেষ দিকে সোহান (২৫) ঝড়ে  ১৩ ওভারে যখন বাংলাদেশ স্কোর ১০৫/৮ বৃষ্টি এসে, খেলা পন্ড করলো। রোমারিও শেফার্ড ৩/২১ আর হেইডেন ওয়ালশ ২/২৪ ছিল সফল বলার। 

আগেই বলেছি খেলা হলে পরিণতি কি হতো বলা যায় না। আপাত দৃষ্টিতে স্থানীয় দল সুবিধা জনক অবস্থানে ছিল মনে হলেও তিন স্পিনার নিয়ে বাংলাদেশ যুদ্ধ ময়দান ছেড়ে দিতো বলে মনে হয় না। 

 কিছু ম্যাচ খেললে আনামুল  বিজয় নিজেকে মানিয়ে নিবে। সোহানকেও ভালো লাগছে। তাসকিন হয়তো এখনো ১০০% ম্যাচ ফিট না. ঝুঁকি না নেয়া ঠিক আছে। দলে সাইফুদ্দিনের মতো চৌকষ খেলোয়াড়  দরকার ছিল বিগ হিটিংয়ের জন্য। আফিফ ম্যাচটিতে রান পায়  নি বলে- হতাশ বা অস্থির হওয়ার কিছু নেই। 

ওয়েস্ট ইন্ডিজ বোলিং ফিল্ডিং পরিকল্পনা মতো হয়েছে। কিছু প্রথম চয়েস খেলোয়াড় বিশ্রাম দিয়ে কয়েকজন নবীনকে যাচাই করা হচ্ছে। দেখা যাক বাকি দুই ম্যাচে কি হয়? 

এই সিরিজ দিয়েই দুটি দেশের ২০২২ টি -২০ বিশ্ব কাপ প্রস্তুতি।  অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ মুলধারায় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফাই করতে হবে। মনে হয় ওরা করবে। আর তেমনটি হলে দুই দলের খেলা হবে আমাদের শহর ব্রিসবেনে।  আমরা আগাম টিকেট কিনে রেখেছি। আমি ছেলে শুভ্র , নাতি জোহায়ের তিন প্রজন্ম দেখতে যাবো খেলাটি। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)