সৌদী আরব সহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 02-04-2022

সৌদী আরব সহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু

বাংলাদেশেও কাল থেকে শুরু 

সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।  যেহেতু চাঁদ দেখা সাপেক্ষে, রমজানের সূচনা। সেমতে গতকাল চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে সিয়াম সাধনা চলছে দেশটিতে । শুধু সৌদি আরবই নয়। ওই দেশটির সঙ্গে মিল রেখে বিশ্বের বহু দেশই বিশেষ করে যে দেশে আলাদা করে চাদ দেখা বা শরীয়া বোর্ড নেই, সে দেশে সৌদীর সঙ্গে মিল রেখেই ইসলামের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে। 

বাংলাদেশে স্বাভাবিকভাবে কাল থেকে রোজা শুরু হওয়ার কথা। এখানেও চাঁদ দেখার বিষয়টি রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে কাল থেকে রোজা শুরু হওয়ার কথা, তবে জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করবে। যদি তারা ব্যাতিক্রম না করে (চাদ দেখা যাওয়া প্রসঙ্গ নিয়ে) এর পরিপ্রেক্ষিতে আজ রাতে তারাবি নামাজের মাধ্যমে রমজানের কার্যক্রম শুরু করবে মুসলমানরা। 

 ইতিমধ্যে বাংলাদেশের সর্বত্র মানুষ সিয়াম সাধনার সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ফলে সবার উপস্থিতিতে আজ থেকে তারাবি এবং কাল থেকে রোজা রাখার চিন্তা। 

এদিকে পবিত্র রমজান মাস ঘিরে দুশ্চিন্তার ভাজ পরেছে মানুষদের মধ্যে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিরাজমান। রমজান মাসে যেহেতু সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হয়, তাই মানুষ চেষ্টা করে রাতের বেলায় যতটুকু খাবার গ্রহণ করতে হয়, সেটা যেন মানসম্মত খাবার উপযোগী হয়। কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষের সে ক্ষমতা অনেকাংশেই কমে গেছে। 

সাধারণ মানুষের মধ্যে এটা একটা দুশ্চিন্তার কারণ। বাজারে সব ধরনের খাবার পর্যাপ্ত বিদ্যমান। কিন্তু মালপত্রের দাম অধিক হওয়ায় মানুষ প্রয়োজনের তুলনায় সমন্বয় করতে চেষ্টা করছে। যদিও এ ব্যাপারে তাদের কিছুই করার নেই। সরকার ইতিমধ্যে বাজার মূল্য বিশেষ করে রমজান মাসে বাজার মূল্য স্থিতি রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা শুনছেন না। সারা বিশ্বের রমজান মাসে কে কেন্দ্র করে ব্যবসায়ীরা ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ছাড় দিয়ে থাকে। বাংলাদেশ এর ব্যতিক্রম প্রতিবারই। এবারও। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)