যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের র্যালিতে হামলাকারী গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-07-2022

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের র্যালিতে হামলাকারী গ্রেফতার

শিকাগো শহরে স্বাধীনতা দিবসের র্যালিতে হামলাকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধাওয়া দিয়ে রবার্ট ই ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী ওই তরুণকে ধরেছে পুলিশ। ইলিনয় অঙ্গরাজ্যের ওই বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৪ জন। শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে চালানো এই হামলায় শক্তিশালী বন্দুক ব্যবহার করা হয়।

একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে হামলাকারী গুলি চালায়। এটি যুক্তরাষ্ট্রে সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। দেশটিতে ২০২২ সালের এই পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একটি করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ ধরনের সহিংসতায় তিনি ‘স্তম্ভিত’।

গত ৪ জুলাই সোমবারের এই গুলির ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়। একপর্যায়ে ক্রিমোকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তবে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, হামলার জন্য তিনিই দায়ী বলে তারা মনে করছে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)