যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এ্যাথলেটিক্সে বাংলাদেশ দল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-07-2022

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এ্যাথলেটিক্সে বাংলাদেশ দল

ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০২২আগামী ১৪-২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ইউজিন, ওরিগন শহরে অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী (নয়ন) এমপি ৬ জুলাই জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু) এমিরেটস এয়ারলাইনের একটি ফ্লাইটে ৫ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করেছেন। 

আগামী ১২ জুলাই ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০২২ ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করতে এ্যাথলেট ইমরানুর রহমান যুক্তরাজ্য হতে রওনা হয়ে যুক্তরাষ্ট্রের ওরিগনে পৌঁছে দলের সাথে যুক্ত হবেন। 

আগামী ১৫ জুলাই ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে অংশগ্রহণ করবেন বাংলাদেশের রেকর্ডধারী স্প্রিন্টার এ্যাথলেট ইমরানুর রহমান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)