গর্ভপাত অব্যাহত রাখতে প্রতিশ্রুতি বাইডেনের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-07-2022

গর্ভপাত অব্যাহত রাখতে প্রতিশ্রুতি বাইডেনের

গত মাসেই নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির নারী অধিকার কর্মীরা। তবে বরাবরই গর্ভপাতের পক্ষে অবস্থান নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার এই নারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রæতি দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গর্ভপাতের জন্য নারীদের বিভিন্ন প্রদেশে ভ্রমণের সুরক্ষা নিশ্চিত করবে।

খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশ গর্ভপাত নিয়ে নিজের মতো করে আইন প্রণয়ন করতে পারবে। এতে দেশের বেশিরভাগ প্রদেশেই গর্ভপাত নিষিদ্ধ হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুগল জানিয়েছে, গর্ভপাত ক্লিনিকে যাওয়াদের লোকেশন ডাটা তারা মুছে ফেলবে। এতে করে পরবর্তীতে এই তথ্য ব্যবহার করে কোনো নারীকে দন্ড দেয়া যাবে না। 



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)