যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটের হেড কোচ চন্দরপল


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 09-07-2022

যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটের হেড  কোচ চন্দরপল

যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল। ক্যারিবিয়ান এই সাবেক ক্রিকেটারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। তবে পুরুষদের নয়, দেশটির নারী দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন চন্দরপল।

নারী দলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের তদারকিও করবেন ক্যারিবিয়ান তারকা। আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে যুক্তরাষ্ট্রের যুবারা। চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে শুরু হয়েছে গত ৬ জুন। আর এটাই হবে চন্দরপলের কোচিং দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট। দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে চন্দরপল বলেন, ‘যুক্তরাষ্ট্র জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়েদের ক্রিকেটের অগ্রগতী অনুসরণ করছি।’



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)