মধ্যপাচ্য সফরে যাচ্ছেন বাইডেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-07-2022

মধ্যপাচ্য সফরে যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন। সফরে তিনি ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেবেন।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত ১১ জুলাই সোমবার সাংবাদিকদের বলেন, এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন চার দেশের শীর্ষ নেতা। তবে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে খাদ্য নিরাপত্তার বিষয়টি।

জলবায়ুর সংকটের কারণে বৈশ্বিক খাদ্য উৎপাদন এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যসংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছে। খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরিয়ে নেওয়া না যায়, তাহলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। এই দুর্ভিক্ষ বছরের পর বছর ধরে চলতে পারে।খাদ্যসংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। তারা বলছে, মস্কোকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমাসহ জি-৭ জোটের দেশগুলোর প্রচেষ্টা বিশ্বব্যাপী খাদ্যসংকট আরও বাড়িয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সহযোগিতার দীর্ঘস্থায়ী চ্যানেল থেকে রাশিয়াকে অর্থনৈতিক, বাণিজ্যিক, লজিস্টিকগতভাবে প্রত্যাহারের প্রচেষ্টা শুধু অর্থনৈতিক ও খাদ্যসংকটকে বাড়িয়ে তুলছে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)