২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৬:৩৬:০৮ অপরাহ্ন


ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরো ফান্ড আসছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২২
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরো ফান্ড আসছে কংগ্রেসওম্যান আলেক্সজান্ডিয়া ওকাসির সাথে বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দ



বাংলাদেশীদের বন্ধু হিসাবে পরিচিত আলোচিত কংগ্রেসওম্যান আলেক্সজান্ডিয়া ওকাসিও কর্টেজ বলেছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরো ফান্ড আসছে এবং এই ফান্ড তিনি নিজেই দেবেন। এ ছাড়াও করোনায় কেউ মারা গেলে তার সমস্ত খরচ তার অফিসই বহন করবে। গত ২২ মার্চ তার জ্যাকসন হাইটসের অফিসে বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এ কথাগুলো বলেন।


প্রায় একঘন্টা ১০ মিনিটব্যাপী বৈঠকটি দুপুর দুই টায় শুরু হয়। বৈঠকে বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, মূলধারার রাজনীতিবিদ এবং আইন বিশেষজ্ঞ এন মুজমদার, মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, খলিল বিরিয়ানী হাউজের সত্ত¡াধীকারি খলিলুর রহমান, মোহাম্মদ রহমান, সাংবাদিক হাবিব রহমান, ড্রামের প্রতিনিধি কাজী ফৌজিয়া, মানবাধিকার প্রতিষ্ঠান ছায়া সিডিসির প্রতিনিধি প্রমুখ।

আলেক্সজান্ডিয়া ওকাসিওকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ফাহাদ সোলায়মান

বৈঠকে ডিস্ট্রিক্ট ১৪ থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান আলেক্সজান্ডিয়া ওকাসিও কর্টেজ বলেন, করোনার কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী কঠিন সময় অতিক্রম করছেন। সেই সময় যা ফান্ড ছিলো তার থেকে সহযোগিতা করা হয়েছে। যা সবাই নানাবিধ কারণে পাননি। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা এখনো যায়নি, তার টিকে থাকতে সংগ্রাম করছে। সেজন্য এই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরো ফান্ড আসছে। এই ফান্ড আমিই বিতরণ করবো। অন্য দিকে এখনো করোনায় মানুষ মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছেন তাদের ফিউনারেলসহ সমস্ত খরচ আমার অফিস বহন করবে। তবে এর জন্য প্রয়োজনী কাগজপত্র জমা দিতে হবে।


এ ছাড়াও বৈঠকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের মানসিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ ব্যাপারেও কংগ্রেসওম্যান বলেছেন, তিনি বিষয়গুলো নিয়ে কাজ করছেন। বৈঠকে অংশ নেয়া ফাহাদ সোলায়মান দেশকে জানান, প্রতি ২ মাস পর পর কংগ্রেসওম্যান বৈঠক করবেন।

শেয়ার করুন