২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৮:০১:১৩ অপরাহ্ন


আস্থা ভোটেই ইমরান খানের ভাগ্য নির্ধারন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
আস্থা ভোটেই ইমরান খানের ভাগ্য নির্ধারন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান


শনিবার আস্থাভোট অনুষ্ঠানের নির্দেশ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল পাকিস্তানের সুপ্রীম কোর্ট। পার্লামেন্টে যে আস্থা ভোট বাতিল করেছিলেন ডেপুটি স্পিকার কাশেম সুরী। সেটাকে বৈধতা না দিয়ে শনিবার আস্থাভোট অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। 

এতে করে ইমরান খান নতুন করে আরেকবার জটিলতায় পড়লেন। সে সম্ভাবনার জন্য তার বিরুদ্ধে অনস্থা প্রস্তাবনা জয়ী হবে বলে ডেপুটি স্পিকার আস্থাভোট বাতিল করে দেয়। সেটা সর্বোচ্চ আদালতে না টেকায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ইমরান খান বিরোধীদের মত ও ইচ্ছার প্রতিফলন ঘটতে যাচ্ছে। 

প্রধান বিচারপতি ওমর  আতা বান্দিয়াল 

বৃহস্পতিবার রাতে আদালত প্রঙ্গনে কঠোর নিরাপত্তার মধ্যে প্রধান বিচারপতি ওমর  আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ আগামী শনিবার আস্থা ভোট করার নির্দেশ দিয়েছে। এতে করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তা আর টিকছে না। ফলে পার্লামেন্ট আবার পুনর্জীবিত হলো এবং ইমরান খানের ভাগ্য পার্লামেন্টে ঝুলে রইল। 

শেয়ার করুন