২৯ মার্চ ২০১২, শুক্রবার, ৬:৫২:৫৯ অপরাহ্ন


জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২২
জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত জাতিসংঘ সাধারন পরিষদ : ফাইল ছবি


ভোটদানে বিরত বাংলাদেশ 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইস্যুতে রাশিয়ার জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।  বৃহস্পতিবার এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। সে ভোটে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়া সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩ দেশ।

 বিপক্ষে ভোট দেয় ২৪ টি দেশ।  ভারত পাকিস্তানসহ ৫৮ টি দেশ ভোটদানে বিরত ছিল। এরমধ্যে বাংলাদেশও ভোটদানে বিরত ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জরুরি বিশেষ  অধিবেশনে এই পদক্ষেপ নেওয়া হয়। 

প্রস্তাবে বলা হয় , জেনেভা ভিত্তিক মানবাধিকার পরিষদের সদস্য ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালে দেশটি সদস্যপদ স্থগিত করবে সাধারণ পরিষদ। রাশিয়ার বিরুদ্ধে অমন অভিযোগের ভিত্তিই এ ব্যাবস্থা গ্রহন।   


শেয়ার করুন