২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ১১:২১:২৫ অপরাহ্ন


বিএনপি সমাবেশে এ প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর
আওয়ামী লীগ জাময়াত ‘পরকীয়া প্রেম’?
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২২
আওয়ামী লীগ জাময়াত ‘পরকীয়া প্রেম’? সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে এক সমাবেশে ইকবাল মাহমুদ/ছবি সংগৃহীত


আওয়ামী লীগ জাময়াত ‘পরকীয়া প্রেম’ চলছে কি না এমন প্রশ্ন এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে এক সমাবেশে ইকবাল মাহমুদ বলেন, ‘উনারা (আওয়ামী লীগ সরকার) জামায়াতের নিবন্ধন ক্যানসেল করেন, কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বললো, উনাদের পরকীয়া প্রেম চলছে?’ বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, ‘আজ আমি প্রায়ই শুনি, আওয়ামী লীগের কাছে বুলি হয়ে গেছে, সস্তা ব্যবসা হয়ে গেছে। কী? বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। 

আমি বলছি, এখন সময়ে এসেছে ‘আওয়ামী-জামায়াত’, ‘আওয়ামী-জামায়াত’ বলার। বিএনপি ভালো। জামায়াতও উর্দু, আওয়ামীও উর্দু। দুইটার সাথে মিলবে ভালো।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমাদের বলা হয়েছে বিএনপি-জামায়াত। আর যখন আপনারা বললেন, যুদ্ধ বিদ্রোহী... আমিও স্বীকার করি। কিন্তু নিবন্ধন বাতিল করলেন, আপনি তাদের বেআইনি ঘোষণা করলেন না কেন। তার অর্থ আওয়ামী লীগ জামায়াতের ফাঁদে পড়েছে। তাই বাতিল করে নাই। আজ থেকে আওয়ামী-জামায়াত হবে, বিএনপি-জামায়াত আর হবে না।’

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা গতকাল রাত থেকে কোথায় সমাবেশ হবে তা নিয়ে আমাদের কাছে সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন। আজ এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি।’

ইকবাল হাসান টুকু বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন করে। এ দেশের মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে আওয়ামী লীগ করে উন্নয়ন দেখতে দেখতে অসহ্য হয়ে পড়লেন। কয়েক দিন আগে কমিশনারদের মিটিংয়ে বললেন, আমাদের বহির্সম্পদ বিভাগে যাদের আপনারা রাখেন তারা চুরি করার জন্য বিদেশ থেকে ঋণ নিয়ে আসে। ঋণ নিয়ে চুক্তি করে, চুক্তি করে পরিকল্পনা কমিশনে পাঠায়, পরিকল্পনা কমিশন সেটা পাস করে দেয়। পরে সেই ঋণ আমাদের গলার ফাঁস হয়ে যায়। এই কথা আমার নয়, মন্ত্রিপরিষদ সচিবের।’ এ সময়

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।  


শেয়ার করুন