২০ এপ্রিল ২০১২, শনিবার, ০২:০১:৩২ পূর্বাহ্ন


ভ্যাকসিন সংক্রান্ত
মোহাম্মদ অংকন
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
ভ্যাকসিন সংক্রান্ত



এই দেশে মানুষ পিঁপীলিকার মতো ছোটে

ভাতের জন্য তো বটেই ভ্যাকসিনের জন্যও।


কী অদ্ভুত সিস্টেম-

কী অদ্ভুত স্বেচ্ছাচারিতা!

করোনার ভ্যাকসিন বৈষম্যকে আরেকবার দেখিয়েছে

সাধারণ মানুষ রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে ছোটে

এক ডোজ টিকার জন্য-

তবুও যদি বাঁচতে পারে।


আর ওদিকে একশ্রেণির সুবিধাভোগী আছে-

যারা কিনা খেয়াল-খুশিমতো পুষ করছে শরীরে

যেন পৈত্রিক সম্পত্তি বেচে কেনা ভ্যাকসিন!


কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না

কাউকে আবার দুর্ভোগে সমস্ত দিন নষ্ট করতে হচ্ছে

সিস্টেমের প্রবল ধাক্কায় নিষ্পেষিত সাধারণ জনগণ।


শেয়ার করুন