১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ০২:১০:০৫ অপরাহ্ন


সুলতানা আহমেদকে আটকের ঘটনায় মির্জা ফখরুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২২
সুলতানা আহমেদকে আটকের ঘটনায় মির্জা ফখরুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ


বরিশালের গণসমাবেশ শেষে লঞ্চে ঢাকায় ফেরার পর গাড়ীতে উঠে কিছুদুর এগিয়ে গেলে ্যাব- এর একটি দল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটকের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মিডিয়ায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতির মাধ্যেমে নিন্দা  প্রতিবাদ জানানো হয়। 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “দেশের মানুষ এখন এক অত্যাচারী সরকারের যাঁতাকলে নিষ্পেষিত। নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে আওয়ামী সরকার কেবল বিএনপিসহ বিরোধী দল মতের পুরুষ মানুষকেই নয়, নারী নেত্রীদের উপরও পৈশাচিক জুলুম-নির্যাতনের খড়গ নামিয়ে এনেছে। বিরোধী নারী রাজনীতিবিদদের অপমান করা হচ্ছে প্রতি মূহুর্তে।


জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক বিএনপি সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদকে আটকের মাধ্যমে সরকার আবারো জানান দিলো যে, যারা সরকারপ্রধানের সমালোচনা করবে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করা হবে। দেশে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ আছে বলেই মানুষের মানুষের মান-সম্ভ্রম, জান-মাল এখন চরম নিরাপত্তাহীন। সুলতানা আহমেদ এর মতো একজন সোচ্চার নারীকন্ঠকে দমন করতেই ফ্যাসিষ্ট সরকার তাকে আটক করেছে।


ধরণের ঘটনা অমানবিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এই সরকার অধঃপতনের অতলে তলিয়ে গেছে। বিরোধী দল মতকে নিশ্চিহ্ন করতেই গণতন্ত্রকামী জনগণের ওপর রাষ্ট্রযন্ত্রকে নির্বিচারে ব্যবহার করছে বর্তমান শাসকগোষ্ঠী। দুঃশাসনের সমালোচকদের অবৈধ সরকার শত্রু মনে করে। সরকারকে মনে রাখতে হবে-গণবিচ্ছিন্ন বেআইনী ক্ষমতার প্রবল প্রতাপ জনগণ বেশী দিন সহ্য করে না। ইতিহাসের সত্যকে অস্বীকার করলে ক্ষমতাসীন গোষ্ঠী যতই ক্ষমতাশালী হোক না কেন পতন অনিবার্য।

বিএনপি মহাসচিব অবিলম্বে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহমেদ এর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।  


শেয়ার করুন