২৩ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০২:০৩:৪১ অপরাহ্ন


উরুগুয়ের বিদায়
শেষ মুহুর্তের নাটকীয়তায় নক আউটে দ.কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২২
শেষ মুহুর্তের নাটকীয়তায় নক আউটে দ.কোরিয়া ম্যাচের ৯১ মিনিটের সেই গোলের দৃশ্য। নাটকীয় এ গোলে গ্রুপের চিত্র পাল্টে নক আউটে দ.কোরিয়া/ছবি সংগৃহীত


এমন নাটকীয়তা অপেক্ষা করছিল সেটা কে জানতো! খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষে থার্ড রেফারী এক্সট্রা ৬ মিনিট যোগ করে সিগনাল দেন। প্রথম মিনিটেই চোখ ধাধানো এক কান্ড। পাল্টা এক আক্রমন থেকে সং হিউং মিন যেন চিতার মত দৌড়ে এসেছেন বল নিয়ে নিজেদের রক্ষনদুর্গের কাছ থেকে বল নিয়ে। ছুটছেন তো ছুটছেন, বাঁধাহীন।


একেবারে পর্তুগীজ রক্ষনভাগের মাথায় এলে ঘীরে ধরেন তিন চারজন। একটু থেমে তাদের পায়েক ফাক গলিয়ে নির্দিষ্টস্থানে ঠেলে দিলেন বল। বুঝতে পেরেছিলেণ অভিজ্ঞ ফরোয়ার্ড হোওয়াং হি চান। বলটা অনেকটা সাইড করে ঘুরিয়ে ফাষ্টবার দিয়ে পাঠিয়ে দিলের পর্তুগালের জালে গোল। গোটা গ্যালারী যেন উৎসবে মেতে ওঠে ২-১। তখন আর বাকী মিনিট চারেকের মত। গোটা খেলা যেখানে চলছিল সমানে সমান ১-১।


আর কী গোল হয়। গ্রুপের সব হিসেব নিকেশ পাল্টে উঠে যায় দক্ষিন কোরিয়া নক আউট পর্বে। এর আগ মুহুর্ত পর্যন্ত সম্ভাবনা ছিল উরুগুয়ের। কারন তারা অপর ম্যাচে জিততেছিল দুই গোলে। জিতেছেও। কিন্তু ওই ২-০ গোলে ঘানাকে হারানো জয় কোনো কাজে আসেনি। পয়েন্ট সমান হলেও গোল ব্যাবধানে আগ থেকেই নক আউটে যাওয়া পর্তুগালের পেছনে রানার্সআপ হয়ে নক আউটে যায় এশিয়ার আরেক প্রতিনিধি দক্ষিন কোরিয়া। উরুগুয়ে সমান চার পয়েন্ট নিয়েও বাদ। বাদ পরে ঘানাও। 

এর আগে গ্রুপ ‘এইচ’ এর এ খেলার ৫ মিনিটে রিকার্ডো গোল করে পর্তুগালকে এগিয়ে নিয়েছিল। এ অর্ধেই সেটা পরিশোধ করেন কিম। ২৭ মিনিটেই কোরিয়ান এ ফরোয়ার্ড নিয়ে আসেন সমতা। ১-১। এরপর আক্রমন পাল্টা আক্রমনে খেলা চললেও শেষের দিকে কোরিয়ানরা বল পেলেই ছুটে যায় গোলের মুখে। কিন্তু ম্যাচের ৯১ মিনিটে ঘটে ওই ঘটনা। 

 




শেয়ার করুন