২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:২৫:৫১ অপরাহ্ন


নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ নিহত ১
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ নিহত ১ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংঘর্ষের পর সেখানে দলীয় কার্যালয়ের সম্মুখে বসে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত ৮টার দিকে নয়াপল্টন ছেড়ে যান তিনি/ছবি সংগৃহীত


নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন। স্থানীয় সংবাদ সংস্থা ইউএনবি নিশ্চিত করেছে। 

জানা গেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ওই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। 

নিহত হওয়া ব্যাক্তির নাম মকবুল (৩৫)। তবে তিনি বিএনপির কর্মী কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেক সূত্রে জানায় সে ছিল পথচারী। 

এদিকে বুধবার বিকেলে  নিহত মকবুলকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের দ্বায়িত্বশীল স্থানীয় সাংবাদিকদের বলেন, নয়পিল্টন থেকে গুলিবিদ্ধ অবস্থায়  একজনকে জরুরী বিভাগে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ১০-১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।  

এদিকে ওই ঘটনার পর পুলিশ অভিযান চালায় বিএনপি কার্যালয়ে। সে সময় বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে আরো ক’জন নেতাকর্মী আটক করার খবর পাওয়া গেছে। 

সংঘর্ষের সুত্রপাত যেভাবে 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, অণ্যদিনের মতই বুধবারও বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ের সম্মুখে দলীয় নেতাকর্মীরা ভীড় জমায়। পুলিশ জানিয়েছে, এতে করে রাস্তার এক পাশ যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এ অবস্থায় রাস্তা ক্লিয়ার করতে অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এমতাবস্থায় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। পাল্টা আক্রমনের পুলিশেরও ক’জন সদস্য আহত হন।  

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সমাবেশের স্থান নিয়ে যখন অলোচনা চলছে তখন এ সংঘর্ষ শুরু হলো। আজ সকাল থেকেই পল্টনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। এতে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বারবার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। 

উল্লেখ্য, পুলিশ বিএনপিকে ১০ ডিসেম্বরের সম্মেলনের জন্য এখনও স্থান চুড়ান্ত করেনি। নয়াপল্টনে রাস্তায় সমাবেশ করার কথা বলছে বিএনপি। পুলিশ বলছে সোহরাওয়ার্দী উদ্যানে করতে। এ নিয়ে বিকল্প স্থান কোথায় হতে পারে সেটা নিয়ে পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মধ্যেই এমন ঘটনার অবতারণা।  


শেয়ার করুন