১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ১১:৫৮:০৫ পূর্বাহ্ন


বিয়ানীবাজার সমিতির বিজয় দিবস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
বিয়ানীবাজার সমিতির বিজয় দিবস বক্তব্য রাখছেন সভাপতি আব্দুল মান্নান


বিজয় আমাদের অহংকার। বিজয়ের মাস ও মুক্তিযুদ্ধের  পটভূমি তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি  ওসমানীর অবদানের  কথা ফলাও করে প্রচার করার মাধ্যমে গত  ১৯ ডিসেম্বর বিয়ানীবাজার সমিতি ওজনপার্কের আল মদিনা পার্টি হলে বিজয়  দিবস উদযাপন করে। বিজয় দিবসের অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সমিতির সভাপতি  আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা মোহাম্মদ তালহা। পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন আবু তাহের। বিজয় দিবসের প্রেক্ষাপট নিয়ে  স্বরচিত কবিতা বিজয় আবৃত্তি করেন সমিতির সাবেক উপদেষ্টা শফিক উদ্দীন, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা বুরহান উদ্দীন কপিল, আব্দুল মতিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, ওসমানী  স্মৃতি পরিষদের একাংশের সভাপতি আব্দুল কাদির, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সিলেট বিভাগের সদস্য হেলিম উদ্দীন, বিয়ানীবাজার সমিতির সেক্রটারী নজমুল হক মাহবুব, সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমিতির সাহিত্য সম্পাদক মোস্তফা অনিক রাজ, নুরুল ইসলাম।

অনুষ্ঠানের পূর্বে শিশুদের মনে বিজয়  দিবস সম্পর্কে সাম্মক ধারণা দেয়ার  লক্ষ্যে বিজয়ের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফাহমিদা জান্নাত, মুনতাহা আহমদ, মাহজুবা আহমদ, তানিশা আহমদ জলিল, আফছানা  মালিক, আয়ান মালিক, রেহান, ছায়হানা, জারা আহমদ, ইশরাক আহমদ, ইশতিয়াক আহমদ, আডিবা সিদ্দিক, খাদিজা আহমদ, তাহমিদ আহমদ, আমিরা  আহমদ মুহতাদি ইয়াছমীন, ফারিয়া  বেগম, আদিয়ান, আকিব হাছান। মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশিত হয়।

শেয়ার করুন