১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৬:৩৬:২৮ অপরাহ্ন


৮ জানুয়ারী শুনানি
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৩
মির্জা ফখরুল ও  মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। নিন্ম আদালতে চারবার জামিন পেতে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে জামিনের আবেদন করে বিএনপির শীর্ষ ওই নেতার আইনজীবি। 

মঙ্গলবার হাইকোর্ট সে আবেদন মঞ্জুর করে ৬ মাসের জামিন দেয় আদালত। কিন্তু ঠিক পরের দিন আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।

আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ফখরুল-আব্বাসের জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। ওইদিন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে তাদের।  বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান আইনজীবী জয়নুল আবেদীন আবেদন এ তথ্য জানিয়েছেন। 

জয়নুল আবেদীন আরো বলেন, একটি মিস কেস পেন্ডিং থাকা অবস্থায় আমরা এখানে জামিন আবেদন করেছি। আমাদের কাছে যথেষ্ট জবাব থাকার পরও আমরা যখন জবাব দিতে শুরু করেছিলাম, আদালত আর এ বিষয়ে না শুনে আগামী ৮ জানুয়ারি পূর্ণ আদালত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।


শেয়ার করুন