২৩ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৫:৫৯:০০ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
যুক্তরাষ্ট্রে মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড তুষারের দৃশ্য


একটি আর্কটিক মেরু ঘূর্ণি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে ‘তুষার কম্পন’ নিয়ে এসেছে, এতে দেশটিতে তীব্র শীতল বায়ুপ্রবাহ ও সর্বনিম্ন ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডায় নিউইয়র্কসহ পুরো আমেরিকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা গত ৪ ফেব্রুয়ারি একথা বলেছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনের ওপরে তীব্র শীতল বাতাসে রাতারাতি তাপমাত্রা মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ১০৮ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) এ কথা জানিয়েছে।

মেইন স্টেটের গ্রে শহরে পরিষেবার অফিস এক টুইটে বলেছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন বায়ু শীতল তাপমাত্রার জন্য একটি নতুন মার্কিন রেকর্ড তৈরি করেছে।

সিএনএন জানিয়েছে, এটি আলাস্কায় মাইনাস ৭৬ ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ডটি ভেঙেছে। ওয়েদার চ্যানেল জানিয়েছে, মাউন্ট ওয়াশিংটনে আগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭৪ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ২০০৪ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

প্রায় ছয় হাজার ৩০০ ফুট (এক হাজার ৯২০ মিটার) উচ্চতার মাউন্ট ওয়াশিংটন হলো উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শিখর এবং এটি বিশ্বের সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য পরিচিত। মাইনাস ৪৩ সেলসিয়াস তাপমাত্রা এবং একই সঙ্গে ঘণ্টায় ১১০ মাইল (১৭৭ কিমিঘন্টা) বেগে বাতাস বইছে। এতে এই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে। মেইনের ক্যারিবু এনডব্লিউএস অফিস জানিয়েছে, কানাডার সীমান্তের ঠিক দক্ষিণে ছোট শহর ফ্রেঞ্চভিলে মাইনাস ৫১ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অফিস বলেছে, তারা এই অঞ্চলে ‘তুষারপাতের’ রিপোর্ট পেয়েছে, যাকে ‘ক্রায়োসিজম’ও (বা তুষার কম্পন) বলা হয়। এনডব্লিউএস অফিস টুইটারে লিখেছে, ‘ভূমিকম্পের মতোই (তারা) কম্পন সৃষ্টি করে, বজ্রপাতের সংবেদন তৈরি করে। এটি খুব ঠান্ডা হলে হিমায়িত মাটি বা ভূগর্ভস্থ জলে হঠাৎ ফাটল সৃষ্টি করে।’

এনডব্লিউএস জানিয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। বোস্টনে বাতাস ঠান্ডা তাপমাত্রা মাইনাস ৩৪ সেলসিয়াসের নিচে নেমে গেছে, যেখানে সতর্কতামূলক ব্যবস্থ হিসেবে শুক্রবার পাবলিক স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়। নিউইয়র্কে ঠান্ডায় জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। তীব্র ঠান্ডার কারণে রাস্তাঘাটে লোকজনের চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হননি। অন্যদিকে তীব্র ঠান্ডায় অনেক বাসার পানির পাইপ ফেটে যায়। যার ফলে মানুষজন চরম ভোগান্তিতে পড়ে।

শেয়ার করুন