২০ এপ্রিল ২০১২, শনিবার, ৬:১৪:৫০ পূর্বাহ্ন


পঞ্চগড়ের ভাষায় কবিতা- দূরে
মারিয়াম রহমান
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
পঞ্চগড়ের ভাষায় কবিতা- দূরে


কিবা তুই অমনেই আছু

নদীর জাহাজ দেখিছু আর অমনেই নাচু


আজি অমনেই সাঁতরাবার ধরিছিস

ঘাটের পানি খানত পা ভিজাই ঠিকি হাটিস,

জানিস হামি থাকি কত দূরত

তোর সন্ধ্যা-মোর সকালত,

যা যা কিছুই মিলিবানাহে,

ফির তুই আর হামি মিলে আছু একই বুকত,

আজি দূরত বইসে দেখাপাউ মুই,

কোনবেলা কান্দিস কোনবেলা হাসিস,

কিবা তুই অমনেই আছু

নদীর ঘাটত জাহাজ দেখিছু অমনেই নাচু।


শেয়ার করুন