২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৭:৩৫:০৪ পূর্বাহ্ন


সিলেটে আল-ফয়েজ ফাউন্ডেশন
ড. মাওলানা জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৩
ড. মাওলানা জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান ড. মাওলানা জিয়াউর রহমানকে সম্মাননা দেয়া হচ্ছে


আল ফয়েজ ফাউন্ডেশন, সিলেট এর উদ্যোগে ড. মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ৫ মে শুক্রবার সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ একটি হোটল এর হল রুমে আল-ফয়েজ ফাউন্ডেশন, সিলেট এর চেয়ারম্যান, নিউইয়র্ক প্রবাসী  মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা ইমরান হুসাইন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর ট্রেজারার বনমালী ভৌমিক।

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুস্তাফিজুর রহমান মাহদী। নাশীদ পরিবেশন করেন সংগীতশিল্পী আখলাকুল আম্বিয়া। স্বাগত বক্তব্য রাখেন আল-ফয়েজ ফাউন্ডেশনের সিনিয়র কো-চেয়ারম্যান হাফিজ সাজিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজ সিলেটের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ জিল্লুর রহমান, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, জামিয়া নয়াসড়ক মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাওলানা আতাউল হক জালালাবাদী, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন, সিলেটের সভাপতি এডভোকেট হাসান আহমদ, আল ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা ফয়জুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক, বাগজুর মাদ্রাসা কোম্পানীগঞ্জ এর পরিচালক মুফতি মুফিজুর রহমান, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট আজমল আলী, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক এটিএম তালহা, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি জিয়াউর রহমান, মঈনুদ্দিন মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফখর উদ্দিন, ব্যবসায়ী মাস্টার রুহুল আমীন, পূবালী ব্যাংকের অফিসার কবি নজমুল হক চৌধুরী, ঘাসিটুলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ফখরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আখতারুজ্জামান, সহকারী শিক্ষক আলাউর রহমান, লিডিং ইউনিভার্সিটির প্রভাষক আবুল কালাম আজাদ, দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি আব্দুর রহমান দুদু, বিশিষ্ট ব্যবসায়ী, সাহাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সমবায় অফিসার শরীফুদ্দীন, সালুটিকর মাদানিয়া মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা সোহেল আহমদ, ফুলকুড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, কবি লোকমান হাফিজ। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন