১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৬:৪১:৩১ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ৫ জুন
অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আসছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আসছে


প্রবাসের অন্যতম মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ৫ জুন। সাধারণ সভা অনুষ্ঠিত হবে উডসাইডের কুইন্স প্যালেসে। সাধারণ সভা শুরু হবে সন্ধ্যা ৬টায়। জানা গেছে, এই সাধারণ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হবে। যার মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন। বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা সাধারণ সভাকে সামনে রেখে একটি গঠনতন্ত্র সংশোধনী কমিটি করে। সেই সংশোধানী কমিটি ইতিমধ্যেই তাদের প্রস্তাবনাগুলো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে হস্তান্তর করেছেন এবং এ নিয়ে যৌথ সভা করেছেন। একটি সূত্রে জানা গেছে, সাধারণ সভায় যে সব প্রস্তাবনা আনা হবে তার মধ্যে রয়েছেন- বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির মেয়াদ তিন বছর। যদি এটি সাধারণ সভায় পাশ হয় তাহলে পরবর্তী কমিটি থেকে কার্যকর হবে। তবে এই নিয়ে বিতর্ক রয়েছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক দুই টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। আবার নির্বাচনে বা ক্ষমতায় আসতে হলে তাকে এক বছর বিরতি দিতে হবে। ট্রাস্টি বোর্ডের মেয়াদও দুই বছর করার প্রস্তাবনা করা হবে। ট্রাস্ট বোর্ডের সদস্যদের টার্মও দুই বছর। আবার আসতে হলে তাদের এক বছর বিরতি দিতে হবে। ট্রাস্টি বোর্ডের কোনো সদস্যকে নির্বাচন কমিশনে নেওয়া হবে না। ১০ হাজার ডলারের বেশি খরচ করতে হলে আগে ট্রাস্টি বোর্ডের অনুমতির প্রয়োজন হতো, নতুন প্রস্তাবে তা তুলে দেয়া হবে। তবে প্রয়োজনে ট্রাস্টি বোর্ডের পরামর্শ নেওয়া হতে পারে। বাংলাদেশ সোসাইটির স্বামী-স্ত্রীর লাইফ মেম্বারশিপ ফি ৫ ডলারের পরিবর্তে ১ হাজার ডলারের প্রস্তাব করা হবে। নতুন কমিটির শপথ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। আগে নতুন কমিটির শপথ পাঠ করাতেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। আরেকটি প্রস্তাবনা হচ্ছে, বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে যারা মামলা করবে, তারা যদি মামলায় হেরে যায় তাহলে বাংলাদেশ সোসাইটি ওই মামলাবাজের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী জানান, গত ২৭ মে পর্যন্ত বাংলাদেশ সোসাইটির সদস্য সংখ্যা হয়েছে প্রায় ১ হাজারের মতো। এর মধ্যে সাধারণ সদস্য ২০০, লাইফ মেম্বার ২০০ এবং পুরোনো লাইফ মেম্বারের সংখ্যা প্রায় ৫০০-এর মতো। এদিকে সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন