৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০২:৫১:৩৫ অপরাহ্ন


চবি অ্যালামনাই এম এ করিমকে সংবর্ধনা দিলো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
চবি অ্যালামনাই এম এ করিমকে সংবর্ধনা দিলো প্রধান অতিথিকে ফুলেল অভিনন্দন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এম এ করিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৪ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি আহমেদ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ইকবালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুল আউয়াল শামীম, জাহাঙ্গীর ডিকেন্স, বিষ্ণু গোপ, শামসুদ্দিন আজাদ, দেলোয়ার হোসেন, পরেশ সাহা, আবু তালেব চৌধুরী চান্দু, খোরশেদ খোন্দকার, মোহাম্মদ হাসান, শিবলী সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেরদৌস খোন্দকার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কবির কিরন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোয়ারুল ইসলাম।

সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়ন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অগ্রগতিতে এম এ করিমের অবদানের কথা তুলে ধরেন। প্রধান অতিথি এম এ করিম অনুষ্ঠানে সবাইকে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের পক্ষ থেকে এম এ করিমকে ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ এই ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন