২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ০৩:৪০:৫৪ অপরাহ্ন


র‌্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলতে ভারতের সহযোগিতা
প্রশ্নটি ড.মোমেনকেই করুন- এস জয়শঙ্কর
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
প্রশ্নটি ড.মোমেনকেই করুন- এস জয়শঙ্কর ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দান পর্ব, ছবি/সংগৃহীত


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে বৈঠক অনুষ্টিত হয়। এরপরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। র‌্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত কাজ করছে কি-না এমন এক প্রশ্নের উত্তরে এস জয়শঙ্কর বলেন, ‘এ বিষয়ে আপনাদের (পররাষ্ট্রমন্ত্রী) আব্দুল মোমেনকে প্রশ্ন করা উচিৎ বলে আমি মনে করি।’ 

উল্লেখ্য, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, র‌্যাবের উপর মার্কিণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চেয়েছি। এ নিয়ে দেশে সমালোচনার ঝড় বইছে। ওই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্টিত হয়। 

এ সময় সাংবাদিকদের আব্দুল মোমেন বলেন,‘আমাদের অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ ও ভারত যেভাবে একসঙ্গে কাজ করেছি তা ইতিহাসে বিরল। আমাদের সে প্রেরণা রয়েছে একত্রে কাজ করার। সে প্রেরণার পরিপ্রেক্ষিতে আমাদের যত ধরনের ছোটখাট সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে অঙ্গীকার করেছি। বড় বড় সমস্যা আমরা সব সমাধান করেছি।’ 

এ সময় জয়শঙ্কর বলেন,‘কানেকটিভিটি এবং জ্বালানী ও বিদ্যুৎ খাতের বেশ কিছু প্রকল্প সময়ের আগে শেষ হচ্ছে। ভারত শক্তিশালী উপ-আঞ্চলিক সহযোগিতা দেখতে চায়। বিশেষ  করে জলবিদ্যুৎ খাতে দুই দেশের মধ্যে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার সুযোগ রয়েছে। ভারত বিদ্যুতের অন্যতম বড় উৎপাদক ও ভোক্তা। 

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছি। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিধা অনুযায়ী ভারতে সফরের আমন্ত্রন জানিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।’ 

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ভুটানের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। 

শেয়ার করুন