২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:০৭:৫৫ অপরাহ্ন


শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেষ্টে মিরাজের বিকল্প
মোসাদ্দেক না নাঈম হাসান?
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
মোসাদ্দেক না নাঈম হাসান? মোসাদ্দেক হোসেন সৈকত,/ফাইল ছবি


নির্বাচকরা কিছুটা টেনশনেই ছিলেন। মেহেদি হাসান মিরাজের বিকল্প খুজে পাওয়া তো মুশকিল। তবু একজনকে তো বাছাই করতেই হবে। তবে সেটা একজনের উপর আর ভরসা করেননি তারা। প্রথম নাইম হাসানকে নিলেও এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলভুক্ত করেছেন তারা চট্টগ্রাম টেষ্টে। 

কে খেলবেন মুল স্কোয়াডে। প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘আমরা অনুশীলন ক্যাম্পে ঠিক করবো কে খেলবে।’ নাইম বেশ কিছুদিন দলের বাইরে রয়েছেন। মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন। সব মিলিয়ে জহুর আহমেদের উইকেটটাও একটা ফ্যাক্টর।

সেখানে কী ডিমান্ড করে সেটাও বিবেচনায় রেখেই চুড়ান্ত স্কোয়াড নির্বাচন এবং সেখানে মেহেদি হাসান মিরাজের বিকল্প কে হবেন সেটাও নিশ্চিত হবে। নান্নু অবশ্য বলেছেন,  একজন (মোসাদ্দেক) অলরাউন্ডার নিলাম। মোসাদ্দেকও টেষ্ট খেলেছেন বেশ কিছুদিন আগে। ২০১৯ এ খেলেছেন তিনি সর্বশেষ, ম্যাচটা ছিল বিভীষিকাময় সেই ম্যাচ যেটাতে আফগানদের সাথে হেরে গিয়েছিল বাংলাদেশ। 

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে খেলতে যেয়ে ফিল্ডিংয়ে ব্যাথা পেয়ে স্কোয়াডের বাইরে চলে গেছেন মেহেদি হাসান মিরাজ। 

 আগামী ৮ মে দুই ম্যাচের টেষ্ট খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কান টেষ্ট স্কোয়াড। 


শেয়ার করুন