০৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৩:২০:০৬ অপরাহ্ন


বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  নিঃশর্ত মুক্তি আর বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহাররের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাট, বিএনপির নির্বাহী সদস্য হেলাল খান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল পাশা বাবুল ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, মুক্তিযুদ্ধা বাবর উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজম, গিয়াস উদ্দিন, সৈয়দ এম রেজা, শাহ আলম, ভিপি জহিরুল ইসলাম মোল্লা, কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, ফ্লোরিডা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল হাসান খান, আবদুল বাতিন, মাজাহারুল ইসলাম জনি, ফারুক হোসেন মজুমদার, রুহুল আমিন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর সোরয়ারদী, কাউসার আহমেদ, মুক্তিযোদ্ধা মশিউর রহমানসহ আরো অনেকে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিনাজ খান, পারভেজ সাজ্জাদ, এম এ বাতেন, গোলাম হায়দার মুকূট, শাহাদাৎ হোসেন রাজু প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি গিয়াস আহমেদ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ বিক্ষোভের বিকল্প নেই। তিনি বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন