১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৫:৫২:৫৬ পূর্বাহ্ন


করোনা ও লিপস্টিক
শওকত হোসেন বাদল
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২২
করোনা ও লিপস্টিক


আমার শ্যালকের বোনের মন খারাপ। চুপচাপ থাকে। চিকন দুঃখবোধ মনে লালন করে। অন্যকে বুঝতে দেয় না। ব্যঞ্জন বর্ণ ‘ঙ’-এর মতো চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। ইদানীং তিনি লিপস্টিক ব্যবহার করতে পারছেন না। সাজগোজের অন্যতম এ অনুষঙ্গটি তার প্রিয়। খঙজঊঅখ ও গঅঈ-সহ নানা ব্র্যান্ডের সংগ্রহ তার। একে তো লকডাউনে গৃহবন্দি আর যদি জরুরি প্রয়োজনে বাইরে বের হতেই হয়, মাস্ক পরেন। তাই ইচ্ছে থাকলেও ঠোঁটে লিপস্টিক লাগাতে পারেন না।



লিপস্টিক ছাড়া নারীর সাজে কি পূর্ণতা আসে? অসম্ভব! আসে না। শুধু ঠোঁটে লাগালেই নারীর অর্ধেক সাজ হয়ে যায়। বিভিন্ন রঙের লিপস্টিক ব্যবহারে নারীরা সহজেই অন্যের দৃষ্টি কাড়তে পারেন। যে কোনো নারীর ড্রেসিং টেবিলে সাজগোজের অন্যান্য উপকরণের মধ্যে লিপস্টিকের সংখ্যাই বেশি। নানারঙ ও ব্র্যান্ডের লিপস্টিক সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে।


বিধি বাম! করোনায় লিপস্টিকের কদর কমেছে। শূন্যের কোঠায়। জেনেছি, দোকানগুলোতে ৫০% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। শুধু কি তাই, কেউ একটি কিনলে তাকে একটি ফ্রিও দেয়া হচ্ছে। শুধু লিপস্টিক কেন? পার্লারে গিয়ে ফেসিয়াল, ব্রু কাট, ফাউন্ডেশন আরো কত ‘ক্যারফা’! সবই তো করোনায় বন্ধ। প্রতি মাসে নারীরা তাদের সাজগোজে যে টাকা ব্যয় করতেন, তা এখন সাশ্রয় হচ্ছে। তাতে স্বামীদের পোয়াবারো। 

বন্ধুর মুখে শোনা একটি গল্প দিয়ে শেষ করছি। আমার ওই বন্ধু তার চাচাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছেন। অধিকাংশ পুরুষের মতো তার চাচাতো ভাইটিও সাদা প্রজাতির লাউয়ের মতো ফর্সা মেয়ে বিয়ে করতে ইচ্ছুক। কনে দেখা শেষ। ভাইজুর (চাচাতো ভাই) পছন্দও হয়েছে। 

বন্ধুটি ভাইজুর কানে কানে বললেন, মেয়ের রঙ কিন্তু কালো, পরে আবার ‘গোল’ খেয়ে আফসোস করবেন না তো? ভাইজুটি বন্ধুকে বললো, বলিস কি? আমি তো দেখেছি ফর্সা। বন্ধু বললো, আপনি দেখেছেন বিউটি পার্লারের ক্যারিশমা। আর মেয়ের মাথার ঘুমটা পরে যেতেই আমি কানের ভেতরের চামড়াটা দেখেছি, অরিজিনাল। ওখানে তো আর মেকআপ করা যায় না..

তারপর কী হয়েছে আপনারাই অনুমান করে নিন।


ঢাকা, বাংলাদেশ


শেয়ার করুন