২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৪:৫১:৫০ অপরাহ্ন


সাংবাদিকদের সম্মানে জাকির চৌধুরীর ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২২
সাংবাদিকদের সম্মানে জাকির চৌধুরীর ইফতার বক্তব্য রাখছেন জাকির এইচ চৌধুরী


যুক্তরাষ্ট্র যুবদলের প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও জাকির চৌধুরী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী নিউইয়র্ক থেকে প্রকাশিত ও প্রচারিত সংবাদমাধ্যমে সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার পার্টি শেষ রমজানে অর্থাত ১ মে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এবং আমানত হোসেন আমান ও মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন কবি সালেম সুলেরী, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ‚ইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সরওয়ার খান বাবু, মূলধারার রাজনীতিবিদ মাজেদা উদ্দিন, এজিএম জাহাঙ্গীর হাসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির এইচ চৌধুরী, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাবলু আনসার, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসী বাংলা ও বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী, সাপ্তাহিক মুক্তচিন্তার সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসকাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা প্রধান রাশেদ আহমেদ, এটিএন বাংলার নিউইয়র্ক প্রতিনিধি কানু দত্ত, বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের প্রতিনিধি সালা উদ্দিন আহমেদ, আজকালের প্রতিনিধি সঞ্জীবন সরকার, প্রথম আলো উত্তর আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, বিশ্ববাংলার প্রেসিডেন্ট আকাশ খান প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে জাকির এইচ চৌধুরী রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

জাকির এইচ চৌধুরী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতি বছর আমি এই অনুষ্ঠান করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারো অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে এবার জায়গাটি অপেক্ষাকৃত ছোট, আগামীতে এটি মাথায় রেখেই বড় ও সুন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠান করবো। তিনি তার বক্তব্যে জাকির চৌধুরী ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে আমি দেশে প্রবাসে আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে জাকির এইচ চৌধুরীকে ধন্যবাদ জানান এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

অনুষ্ঠানের শুরুতে রমজানের ওপর নিজের লেখা কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক সালেম সুলেরী। অনুষ্ঠানে বিপুলসংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন