২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০২:১১:৫০ অপরাহ্ন


নিউইয়র্ক মাতালেন তাহসান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
নিউইয়র্ক মাতালেন তাহসান সংগীত পরিবেশনে তাহসান, টিনা রাসেল


বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় হার্টথ্রব শিল্পী এবং আলোচিত অভিনেতা তাহসান খান আবারো নিউইয়র্ক মাতালেন। বর্তমান সময়ে একমাত্র শিল্পী তাহসান যার জনপ্রিয়তার যেন কোন কমতি নেই। যতবার অনুষ্ঠান করেন ততবারই অডিটোরিয়াম ভর্তি থাকে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তিনি এক অন্য রকম ক্রেজ। এই জনপ্রিয় শিল্পীর সংগীতসন্ধ্যার আয়োজন করে শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে। অনুষ্ঠানটি গত ১৫ মে সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। শিল্পী নিজে গেয়েছেন এবং দর্শকদেরও গাইয়েছেন। তাহসানের পূর্বে মঞ্চে আসেন টিনা রাসেল ও তৃনিয়া হাসান। তাহসান শুধু গান পরিবেশন করেননি, গানের ফাঁকে ফাঁকে মজারদার কথা বলেছেন, দর্শকদের মাতিয়ে রেখেছেন। তার শিল্পীর সাথে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছেন। তাহসানের শেষ গানটি ছিলো আলো আমার আলো। এই সময় দর্শকরা তাদের মোবাইলের লাইট জ্বালিয়ে পুরো অডিটোরিয়ামকে আলোকিত করে তোলেন। সেই সময় অন্য রকম এক পরিবেশের তৈরি হয়। চমত্কার এক পরিবেশ, হৃদয়ের উচ্ছ্বাস প্রকাশ করে।

টিনা রাসেল জনপ্রিয় কিছু গান পরিবেশন করে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।

সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, ইঞ্জিনিয়ার আবু হানিফ, আলিম, আব্দুর রশীদ বাবু, আহসান হাবিব, মাকসুদুল হক চৌধুরী, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, তুর্জ হাসান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিলো স্বর্ণের চেইন, সৌজন্যে ব্লু গ্রিন ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ মফিজুর রহমান। দ্বিতীয় পুরস্কার ছিলো ডায়মন্ড। সৌজন্যে ছিলেন নাবিল গাজি। তৃতীয় পুরস্কার অ্যাপেল ঘড়ি। সৌজন্যে ড. রফিক আহমেদ।

শেয়ার করুন