২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৬:৩৭:৩৫ পূর্বাহ্ন


বিভিন্ন সংগঠনের কর্মসূচি
আগামী ৩০ মে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
আগামী ৩০ মে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী


বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী আগামী ৩০ মে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠন এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ। ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং জ্যাকসন হাইটস এলাকাবাসী। জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে আগামী ৩০ মে বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে খাবার বিতরণ করা হবে। এই উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটির আহ্বায়ক দেওয়ান মুনির এবং সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী এবং জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি সরওয়ার খান বাবু। এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বায়ক এবং সদস্য সচিব আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বিএনপি

৩০ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী। বাংলাদেশের সাথে সময় মিল রেখে যুক্তরাষ্ট্রে ২৯ মে রবিবার যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর মূল কর্মসূচি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় শুরু হবে সন্ধ্যা ৬টায়। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের ২৯ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন