২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৪:৩১:৪৬ অপরাহ্ন


এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির জমজমাট অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির জমজমাট অভিষেক এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির কর্মকর্তারা


এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের জমজমাট অভিষেক এবং সাংস্কৃতিক সন্ধ্যা গত ২৭ সে সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল বাসার মিলনের সভাপতিত্বে এবং গাজী এস জুয়েল ও সোনিয়া সিরাজের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্টেট সিনেটর পদপ্রার্থী ক্রিস্টিন গঞ্জালেস, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, সংগঠনের প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট হাজি আব্দুল রহমান, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল খায়ের আকন্দ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোহাম্মদ হারুণ অর রশিদ, অনুষ্ঠানের আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা, এমদাদ তরফদার, সাতক্ষীরা সমিতির সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শিমুল, সংগঠনের উপদেষ্টা জাবেদ উদ্দিন, বহ্নিশিখা সংগীত নিকেতনের প্রেসিডেন্ট সবিতা দাস, এইচ এম মিজানুর রহমান, দেলওয়ার হোসেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম আর সেলিম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মীর জাকির, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত এলাহী।

অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। অভিষিক্ত কর্মকর্তারা হলেন- সভাপতি আবুল বাসার মিলন, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভুইয়া, সহ-সভাপতি এম আর সেলিম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আহসানুল ইসলাম, মোহাম্মদ মাহমুদুল হাসান, সবিতা দাস, তাহমিনা নূপুর, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী এ এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মীর জাকির, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা সুমনা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মত নার্গিস, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাসির হোসেন, দফতর সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, অপ্যায়ন সম্পাদক শেখ হাসানুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল, সমাজকল্যাণ সম্পাদক এটিএম আনিসুজ্জামান কিসলু, কার্যকরি সদস্য আজহারুল ইসহাক খোকা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ ফারুক রফিক, কাজী সফিকুল ইসলাম, এস এম বাহাউদ্দিন, মোহাম্মদ ফারুক উদ্দিন, মোহাম্মদ জোহাউজ্জামান, মোহাম্মদ মোমেন সরকার, মোহাম্মদ ফারুক আহমেদ, ইকবাল ভুইয়া, মোহাম্মদ ওয়াহিদ পাটোয়ারি।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম নব নির্বাচিত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সংগঠন দীর্ঘদিন ধরেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা অবশ্যই তাদের কাজের জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি বলেন, যে কোনো ভালো কাজে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারাও দেশের পাশে থাকবেন।

সভাপতি আবুল বাসার মিলন বলেন, আপনারা আমাদের যে গুর দায়িত্ব দিয়েছেন তা আমরা সকলের সহযোগিতায় পালন করার চেষ্টা করবো। তিনি আরো বলেন, আপনাদের সবার সহযোগিতা অব্যাহত থাকলে এই সংগঠনকে আমরা আদর্শ সংগঠনে পরিণত করবো।

আবু তালেব চৌধুরী চান্দু অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্য বক্তারা বলেন, এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি প্রায় ১৫ বছর আগে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন কাজ করে যাচ্ছে। বলতে গেলে অনেকটা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। তারা আরো বলেন, আশা করি এই সংগঠন আগামীতে আরো ভালো ভালো কাজ করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত এবং নৃত্য পরিবেশন করেন শাহ মাহবুব, রোকসানা মির্জা, তৃনিয়া হাসান, সেলিম ইব্রাহিম, ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও স্নেহা। সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন শাহ মাহবুব, রোকসানা মির্জা এবং তৃনিয়া হাসান। বিশেষ করে শাহ মাহবুব এবং রোকসানা মির্জার দ্বৈত পরিবেশনায় প্রাণভরে উপভোগ করেন অডিটোরিয়ার ভর্তি দর্শকরা।

শেয়ার করুন