২৮ মার্চ ২০১২, বৃহস্পতিবার, ০৩:১৬:১১ অপরাহ্ন


জমজমাট অনুষ্ঠানে জেমিনির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
জমজমাট অনুষ্ঠানে জেমিনির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জেমিনির অনুষ্ঠানে অতিথিবৃন্দ


নিউইয়র্ক থেকে প্রকাশিত বিনোদন ম্যাগাজিন জেমিনির সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ মে সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউস্থ তাজমহল পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন, ফলে অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান জেমিনি সম্পাদক বেলাল আহমেদ।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ডিস্ট্রিক্ট ২৪এ থেকে আগামী নির্বাচনে ডেমোক্রেটদলীয় ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী শাহ নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার যথাক্রমে এন মজুমদার ও আহসান হাবীব, বিশিষ্ট চিকিত্সক ডা. জাকিয়া হোসাইন, অ্যাটর্নি আহসান হাবীব, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মোর্শেদা জামান, কৃষিবিদ আশরাফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ফিরোজ আহমেদ। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসকাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, মূলধারার রাজনীতিক আব্দুর রশীদ, ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক এস এম সোলায়মান, গ্লোবাল ট্যাক্সের প্রেসিডেন্ট মাকসুদুল রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট হুমায়ুন আহমেদ চৌধুরী, সাইফুর খান হারুন প্রমুখ। 

অতি সম্প্রতি আব্দুর রহীম হাওলাদার ও এস এম সোলায়মান নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে লিয়াজোঁ পদে নিয়োগ পাওয়ায় তাদেরকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। এছাড়াও ফটোসাংবাদিক হিসেবে কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় নিহার সিদ্দিকীকে নিয়ে কভার প্রচ্ছদ করা জেমিনির বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। নিহার সিদ্দিকীসহ অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশেন করেন রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কৃষ্ণা তিথি, চন্দ্রা রায়, ফারহানা তুলি, শিমুল খান, নিপা জামান, মোস্তফা অনিক রাজ প্রমুখ। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক সালেম সুলেরী, আবৃত্তিকার গোপন সাহা ও ডা. জাকিয়া খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট নিউজ প্রেজেন্টার শামসুন্নাহার নিম্মী।

শেয়ার করুন