২৩ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৫:৪৮:১৫ অপরাহ্ন


ওয়ার্ক ভিসাধারীদের সন্তানদের ‘ডাকা’ভুক্ত করার উদ্যোগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
ওয়ার্ক ভিসাধারীদের সন্তানদের ‘ডাকা’ভুক্ত করার উদ্যোগ


যেসব ইমিগ্র্যান্ট ওয়ার্ক ভিসা নিয়ে তাদের শিশুসমেত এদেশে এসেছেন, তাদের সন্তানদের এদেশে থাকার সুযোগ করে দিয়ে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন বড় হওয়া সন্তানরা। গত সপ্তাহে অতুল্যা রাজাকুমার নামে এক সন্তান যার বয়স ২৩ বছর এবং যিনি এখানে একটি সাংবাদিকতায় চাকরি করেন, তিনি সিনেট জুডিশিয়ারি কমিটির সম্মুখে এক শুনানিতে আইনপ্রণেতাদের ওয়ার্ক ভিসাধারী ইমিগ্র্যান্ট সন্তানদের ২১ বছর পেরিয়ে যাওয়ার পর এদেশে থাকার সুযোগ দিয়ে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। 

২০১২ সালে ওবামা যুগে এক নীতি ডাকা (DACA) ডেফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালের অধীন ‘ড্রিমারদের’ টেম্পোরারি প্রোটেকশনের জন্য ওয়ার্ক পারমিট দিয়েছিল; কিন্তু সে সময় ওয়ার্ক ভিসা নিয়ে যারা এসেছেন, তাদের সন্তানদের রাখা হয়নি। এসব সন্তানের অনেকের বয়স ২১ বছর পেরিয়ে যাওয়ায় তারা আর বাবা-মায়ের সঙ্গে বৈধতার ঢাল পাচ্ছেন না। রাজকুমারও সে রকমের একজন, যিনি তার মায়ের সঙ্গে ওয়ার্ক ভিসা নিয়ে ৪ বছর বয়সে এদেশে এসেছিলেন। এখন তার বয়স ২৩ বছর। তার এখন স্বদেশে স্বেচ্ছায় পাড়ি জমানো ছাড়া আর গতি নেই। অথচ তার অবস্থা ড্রিমারদের চেয়ে কোনো অংশে ভালো নয়। রাজকুমার তার শুনানির সময় তার ভাইয়ের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। কারণ তার ভাই ৯৮ শতাংশ পেয়ে এল-সেট পাস করার পর আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন মানসিক কারণে।

যখন ওবামা আমলের ডাকা পলিসি বণ্টন টেক্সাস জাজ ছুড়ে ফেলেছিল, ২০২১ সালে, বাইডেন প্রশাসন তা বজায় রাখতে পদক্ষেপ নিলো। সেপ্টেম্বরে ডাকা রক্ষায় বাইডেন প্রশাসন খসড়া রুল প্রকাশ করলো। কিন্তু তাতে ওয়ার্ক ভিসাহোল্ডারদের শিশুদের বাদ দেয়া হলো। নভেম্বর মাসে ৫০ জন কংগ্রেস প্রতিনিধি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির কাছে লিখলেন, কাগজপত্রসম্পন্ন ড্রিমারদের ডাকা রুলে অন্তর্ভুক্ত করার জন্য। আর তা করতে প্রোগ্রাম রিসিপিয়েন্টদের কোনো আইনগত বৈধতা দেয়ার ব্যবস্থা বাতিল করা হবে। 

হোমল্যান্ড সিকিউরিটি এখনো চ‚ড়ান্ত রুল প্রকাশ করেনি। কখন তা করা হবে তাও তারা জানে না। তবে হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, তারা সমস্যাটা নিয়ে ওয়াকিবহাল এবং শিগগিরই এ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে এটা কোনো উত্তরের মধ্যে পড়ে না।

দেশে রাজকুমারসহ প্রায় দুই লাখ ডকুমেন্টেড ড্রিমার বা ওয়ার্ক পারমিট নিয়ে আসা লোকদের সন্তানাদি রয়েছে। তাদের প্রোটেকশন জরুরি। 


শেয়ার করুন