২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন


জেবিবিএ’র পথ মেলা ১৭ জুলাই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
জেবিবিএ’র পথ মেলা ১৭ জুলাই সংবাদ সম্মেলনে জেবিবিএ’র কর্মকর্তাবৃন্দ


হারুণ ভুইয়া এবং ফাহাদ সোলায়মানের নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের পথ মেলা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। পথ মেলা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ৩৭ রোডে। গত ৯ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনে জেবিবিএ’র কর্মকর্তারা এই ঘোষণা দেন। জেবিবিএ’র সভাপতি হারুণ ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেবিবিএ’র সহ-সভাপতি মোহাম্মদ আলম নমি, সহ-সভাপতি মনসুর চৌধুরী, সহ-সভাপতি বাবু খান, লিটু চৌধুরী, মীর নিজামুল হক, কোষাধ্যক্ষ সেলিম হারুন, জেবিবিএ’র উপদেষ্টা মহসীন ননী, রুহুল সরকার, ইশতিয়াক রুমি, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সেন্টু, মাহমুদ হোসেন বাদশা প্রমুখ।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, জেবিবিএ’র মেলা হচ্ছে প্রবাসের সবচেয়ে বড় মেলা। জেবিবিএ’র মেলা মানেই প্রবাসের সেরা মেলা। অনেকেই অপেক্ষা করেন জেবিবিএ’র মেলার জন্য। সেই কাক্সিক্ষত মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। দিনব্যাপী এই মেলা চলবে। এই প্রথমবারের মতো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় অতিথি হিসেবে থাকবেন মূলধারা এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়াও মেলার প্রথম পুরস্কার হিসেবে থাকবে ১০ হাজার ডলার ক্যাশ (বিফোর ক্যাশ)। আরো রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মেলার র‌্যাফেল ড্র’র মূল্য্য রাখা হয়েছে ১০ ডলার।

মেলাকে সফল করতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মেলার আহ্বায়ক করা হয়েছে মনসুর চৌধুরীকে, সদস্য সচিব বাবু খান, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আলম নমি এবং সার্ভিক তত্ত¡াবধানে থাকবেন আবু নোমান শাকিল।

শেয়ার করুন