২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৪:২৮:৩১ অপরাহ্ন


গর্ভপাত আইন বাতিলকে ‘ঈশ্বরের সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২২
গর্ভপাত আইন বাতিলকে ‘ঈশ্বরের সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


গর্ভপাতের অধিকার দেয়া প্রায় পাঁচ দশকের একটি পুরোনো আইন বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এ আদেশের প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঈশ্বরই এমন সিদ্ধান্ত দিয়েছেন।’

গত ২৪ জুন রণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন। জাতীয় আইনটি বাতিল করে আদেশে বলা হয়েছে, এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক গর্ভপাতের অনুমতি প্রদান অথবা নিষেধাজ্ঞা আরোপ করে আইন করতে পারে। আদেশের পর ফক্স নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘সংবিধান মেনেই এটা হচ্ছে। অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা তাঁদের আরো অনেক আগেই ফিরিয়ে দেয়া উচিত ছিল।’ প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে সুপ্রিম কোর্টে তিনজন রণশীল বিচারক নিয়োগ দেন ট্রাম্প। তাই এ আদেশে নিজের ভ‚মিকা আছে বলে মনে করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর এ সিদ্ধান্ত দিয়েছেন।’ অবশ্য কিছুণ পরই এ আদেশের জন্য কৃতিত্ব দাবি করেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ( ট্রাম্প)। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আজকের এ সিদ্ধান্ত একটি প্রজন্মের জীবনে সবচেয়ে বড় জয়। এটা কেবল সম্ভব হয়েছে, অঙ্গীকার অনুযায়ী আমি সবকিছু বাস্তবায়ন করেছিলাম বলেই। এর মধ্যে রয়েছে তিনজন অত্যন্ত সম্মানিত ও শক্তিশালী সংবিধান বিশেষজ্ঞকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন ও নিয়োগ নিশ্চিত করা। এ কাজ করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’ ট্রাম্প তাঁর চার বছর মেয়াদে সুপ্রিম কোর্টে তিনজন বিচারপতি নিয়োগ দেন। এতে সর্বোচ্চ আদালতে রণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। এই তিন বিচারপতি হলেন নিল গোরসুচ, ব্রেট কাভানাফ ও অ্যামি কনি ব্যারেট। শুক্রবারের রায়ে তাঁরা সংখ্যাগরিষ্ঠ পইে ছিলেন। জনগণের উদ্দেশে বিবৃতিতে ট্রাম্প আরো বলেন, ‘যদিও উগ্রবামপন্থীরা আমাদের দেশটি ধ্বংস করতে তাদের সামর্থ্যরে সবকিছুই করছে, (সুপ্রিম কোর্টের কল্যাণে) আপনাদের অধিকার সুরা পাচ্ছে। দেশকে রা করা হচ্ছে। এখনো আশা আছে। এখন আমেরিকাকে রা করার সময়।’ রণশীল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতির মহান জনগণের জন্য লড়াইয়ে আমি কখনো ান্ত দেবো না।’ ১৯৭৩ সালে রো বনাম ওয়েড ঐতিহাসিক মামলায় একটি গর্ভপাতের অধিকারকে নিশ্চিত করে রায় দেয়া হয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গর্ভপাত অধিকার আইন বাতিল হতে পারে বলে গত মাসের শুরুর দিকে ফাঁস হওয়া খসড়া রায়ে আভাস মিলেছিল। তখনই গর্ভপাত আইন নিয়ে প-েবিপে বিােভ শুরু হয়। শেষ পর্যন্ত আইনটি বাতিল হওয়া কয়েক দশক ধরে চলে আসা রণশীল আন্দোলনের বড় বিজয় হিসেবেই বিবেচিত হচ্ছে।


শেয়ার করুন